অ্যাপশহর

মেহুল চোকসির ১৪.৪৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

২৫৫০ কোটি টাকা মূল্যের সম্পত্তি আগেই বাজেয়াপ্ত। এবার সেই তালিকায় জুড়ল নয়া সম্পত্তির তালিকা। ১৩ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi) এই মুহূর্তে অ্যান্টিগায়..

EiSamay.Com 4 Feb 2021, 9:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: PNB জালিয়াতি মামলায় গীতাঞ্জলি গ্রুপ ও তার কর্ণধার মেহুল চোকসির (Mehul Choksi) ১৪.৪৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এর মধ্যে রয়েছে মুম্বইয়ের গুরগাঁওয়ের ১৪৬০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট, দামী বিদেশি ব্র্যান্ডের মহামূল্যবান ঘড়ি, গীতাঞ্জলি গ্রুপ অব কোম্পানির (Gitanjali Group) নামে কেনা একটি মার্সিডিজ বেনজ। এছাড়াও রয়েছে মহামূল্যবান সব গয়না। কী নেই তার মধ্যে! সোনা, রুপো, হীরে, মুক্তো মাণিক্য খচিত সব মহার্ঘ অলঙ্কার। ইতিমধ্যেই ED মেহুল চোকসির ২৫৫০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।
EiSamay.Com mehul chokshi
মেহুল চোকসি


'খুনি' শালের ফাঁসে মৃত্যু মুখে নাতবউ! ভাইরাল ভিডিয়োয় হেসে খুন নেটিজেনরা

পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি বর্তমানে রয়েছেন অ্যান্টিগায়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভারত ছাড়েন তিনি। কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত চোকসি গ্রেফতারি এড়াতে আগেই নিজের ভারতীয় পাসপোর্ট সমর্পণ করেছেন । ২০১৮ সালেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে নেন চোকসি। CBI-এর অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। কিন্তু অ্যান্টিগার সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। সেই সুবিধে নিতেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছেন চোকসি। তবে ওই দ্বীপরাষ্ট্রের আইনে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে পলাতক প্রত্যর্পণের ধারা রয়েছে। তার উপর ভিত্তি করেই মেহুল চোকসিকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ৫৯ বছরের মেহুল চোকসি নীরব মোদীর সঙ্গে যৌথভাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত। নীরব মোদী এই মুহূর্তে ব্রিটেনের জেলে বন্দি।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল