অ্যাপশহর

ফের গ্রেপ্তার মেধা, পাঠানো হল জেলে

নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকরকে বুধবার ফের গ্রেপ্তার করল পুলিশ। মধ্যপ্রদেশের ধারে, সর্দার সরোবর প্রোজেক্ট এলাকায় যাওয়ার সময় মেধাকে গ্রেপ্তার করা হয়েছে।

Ei Samay 9 Aug 2017, 11:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকরকে বুধবার ফের গ্রেপ্তার করল পুলিশ। মধ্যপ্রদেশের ধারে, সর্দার সরোবর প্রোজেক্ট এলাকায় যাওয়ার সময় মেধাকে গ্রেপ্তার করা হয়েছে।
EiSamay.Com medha patkar arrested on her way to dhar sent to jail
ফের গ্রেপ্তার মেধা, পাঠানো হল জেলে


ইন্দোর রেঞ্জের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ADGP) অজয় শর্মা পরে সাংবাদিকদের জানান, আমরা মেধা পাটকরকে গ্রেপ্তার করেছি। উনি ফের ধারের সর্দার সরোবর প্রোজেক্ট এলাকায় গিয়ে আন্দোলনে শামিল হওয়ার চেষ্টা করছিলেন। আমরা সেই অনুমতি দিতে পারি না। ওখানে এখন ১৪৪ ধারা বলবত্‍‌ রয়েছে।

ওই পুলিশকর্তা বলেন, আমরা পাটকরকে থামানোর চেষ্টা করেছিলাম। ধারে যাওয়ার অনুমতি নেই বলে তাঁকে জানানো হয়েছিল। কিন্তু উনি তো কোনও কথা শুনতেই চাইছিলেন না। বাধ্য হয়েই গ্রেপ্তার করতে হয়েছে। পরে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে, বিচারক মেধা পাটকরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

গত ৭ অগস্ট ধারের চিখালদা থেকে জোর করে সরিয়ে দেওয়া হয় নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীকে। সেখানে আরও ১১ জনের সঙ্গে অনশন মঞ্চে বসে গত চোদ্দো দিন অনশন চালিয়ে যাচ্ছিলেন। প্রত্যেককে হাসপাতালে ভর্তি করে পুলিশ। মেধা ছিলেন বোম্বে হাসপাতালে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেধা জানিয়েছেন, অনশন চলবে। সেই উদ্দেশেই ফের আন্দোলনে শামিল হতে ধারে যাচ্ছিলেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল