অ্যাপশহর

নীল তিমির গ্রাসে অসমের পড়ুয়া

এবার নীল তিমির কবলে পড়ে আত্মঘাতী হলেন এমবিএ-র ছাত্র। ঘটনাটি পুদুচেরিতে।

EiSamay.Com 1 Sep 2017, 6:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার নীল তিমির কবলে পড়ে আত্মঘাতী হলেন এমবিএ-র ছাত্র। ঘটনাটি পুদুচেরিতে।
EiSamay.Com mba student hangs himself in puducherry blue whale challenge suspected
নীল তিমির গ্রাসে অসমের পড়ুয়া


পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শশীকান্ত বোরহা। বৃহস্পতিবার মধ্যরাতে পুদুচেরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শশীকান্তের বাড়ি অসমে। মাত্র দু'মাস আগেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আত্মঘাতী হওয়ার আগে শশীকান্ত কোনও সুইসাইড নোট লিখেছিলেন কিনা সে বিষয়ে পুলিশের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায়নি।

কিছুদিন আগে তামিলনাড়ুর কলেজে ব্লু হোয়েলের শিকার হয়েছিল বছর ঊনিশের এক ছাত্র। সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে ব্লু হোয়েল সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

শশীকান্তের ক্লাসের বন্ধুদের কাছ থেকে জানা গিয়েছে, ব্লু হোয়েল গেমটি মোবাইল ও ল্যাপটপে আপলোড করেছিল সে। গত চারদিন যাবত্ তাকে বেশ বিষন্নও দেখাচ্ছিল। যদিও ময়না তদন্তে তার শরীর থেকে কোনও রকম কাটা দাগ পাওয়া যায়নি।

ঘটনার তদন্তে নেমেছে পুদুচেরির পুলিশ। ইতিমধ্যে ব্লু হোয়েল নিয়ে ফেসবুক পেজে সতর্কতা প্রচার করা হয়েছিল। কিন্তু তা সত্বেও কোনও প্রভাব পড়েনি। ব্লু হোয়েল চ্যালেঞ্জ-এর শিকার হয়ে দুনিয়াজুড়ে এ পর্যন্ত শিকার হয়েছেন ১৩০জন ছেলে মেয়ে। ভারত তো বটেই, এর মধ্যে পশ্চিমবঙ্গেও বেশ কয়েক প্রাণও হারিয়েছেন।

#A 21-year-old management student committed suicide late on Thursday in Puducherry, police said on Friday, in what could be the second death related to the dangerous Blue Whale Challenge online game in two days in south India

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল