অ্যাপশহর

জবলপুরের সেনা বেস ওয়ার্কশপে জোরালো বিস্ফোরণে নিহত জওয়ান, জখম ৩

ভারতীয় সেনার মধ্যপ্রদেশের জবলপুরের কারখানায় জোরালো বিস্ফোরণ ঘটেছে। নাইট্রোজেন সিলিন্ডার থেকে বিস্ফোরণ। নিহত হয়েছেন একজন। আহত ৩ জওয়ানের মধ্যে আরও একজন আশঙ্কাজনক।

EiSamay.Com 28 Mar 2020, 9:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের জবলপুরে শনিবার জোরালো বিস্ফোরণে ভারতীয় সেনার এক জওয়ান নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ৩ জন। আর্মি বেস ওয়ার্কশপে এই বিস্ফোরণ ঘটে।
EiSamay.Com file70smkz20xolhriv8265


সেনা সূত্রে খবর, ৫০৬ আর্মি বেস ওয়ার্কশপের 'গান ক্যারেজ ফ্যাক্টরি'তে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের সঙ্গে নাশকতার যোগ নেই।এটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে।

প্রাথমিক তদন্তের পর জানা যায়, ওয়ার্কশপে মজুত থাকা নাইট্রোজেন সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ। কিন্তু, কী করে নাইট্রোজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

করোনাভাইরাস: দেশের ‘কঠিনতম চ্যালেঞ্জ’ মোকাবিলায় ₹১৫০০ কোটি অনুদান টাটাদের

বিস্ফোরণে ঘটনাস্থলেই এক জওয়ান নিহত হন। জখম বাকি ৩ জওয়ানের মধ্যে আরও একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের জবলপুরের মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনার উচ্চ পদস্থ অফিসাররা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল