অ্যাপশহর

সন্ত্রাস-বিরোধী আইন পালটালে মাসুদ আজহার, হাফিজ সইদ পাবে প্রথম নিষিদ্ধ তকমা

লোকসভায় পাশ হওয়া UAPA-র সংশোধনী অনুযায়ী কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হলে তার ঘোরাফেরা বন্ধ হয়ে যাবে এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে সরকার।

EiSamay.Com 27 Jul 2019, 11:58 am

হাইলাইটস

  • আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখেই এই বিলটি আনা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
  • বিলটি আইনে পরিণত হলে সন্ত্রাসবাদী তকমা পাওয়া কোনও ব্যক্তির সম্পর্কে যাবতীয় তথ্য বিভিন্ন দেশের মধ্যে আদান-প্রদান হবে।
UAPA সংশোধন হলে সন্ত্রাসবাদীর তকমা প্রথম জুটবে মাসুদ আজহার, হাফিজ সইদের
এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে স্বীকৃত হাফিজ সইদ এবং মাসুদ আজহারকেই সন্ত্রাসবাদী হিসেবে প্রথম নিষিদ্ধ করতে পারে ভারত। Unlawful Activities Prevention Act বা UAPA যে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র, সেই বিল পাশ হলে ব্যক্তি হিসেবে প্রথম এই দু-জনের বিরুদ্ধেই প্রথম পদক্ষেপ করা হবে।
লোকসভায় পাশ হওয়া UAPA-র সংশোধনী অনুযায়ী কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হলে তার ঘোরাফেরা বন্ধ হয়ে যাবে এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে সরকার। এই বিলে শাস্তি আর কী নিদান থাকবে তা সংসদে বিলটি পাশ হওয়ার পর সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখেই এই বিলটি আনা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। বিলটি আইনে পরিণত হলে সন্ত্রাসবাদী তকমা পাওয়া কোনও ব্যক্তির সম্পর্কে যাবতীয় তথ্য বিভিন্ন দেশের মধ্যে আদান-প্রদান হবে।

কারোর যদি মনে হয় যে তাকে অন্যায় ভাবে এই আইনের আওতায় আনা হয়েছে, তবে স্বরাষ্ট্রসচিবের কাছে সে আবেদন করতে পারে। ৪৫ দিনের মধ্যে তার আবেদন খতিয়ে দেখে ফের সিদ্ধান্ত নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে। এছাড়া কোনও বিচারপতির নেতৃত্বে গঠিক রিভিউ কমিটির কাছেও আবেদন করা যেতে পারে।


খবরটি ইংরেজিতে পড়ুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল