অ্যাপশহর

বছরের প্রথম 'মন কি বাত'-এ নারী শক্তির জয়গান নমোর

নতুন বছরের প্রথম 'মন কি বাত'-এ নারীশক্তির ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সব মহিলারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন নিজের রেডিও বার্তায় তাঁদের সম্মান জানালেন প্রধানমন্ত্রী।

EiSamay.Com 28 Jan 2018, 2:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম 'মন কি বাত'-এ নারীশক্তির ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সব মহিলারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন নিজের রেডিও বার্তায় তাঁদের সম্মান জানালেন প্রধানমন্ত্রী। যে ভাবে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন, তার ভূয়ষী প্রশংসা করেন নমো। ২০১৪-য় কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রীর এই রেডিও বার্তা চালু হয়। এদিন ৪০তম 'মন কি বাত' প্রচারিত হল।
EiSamay.Com mann ki baat pm modi focuses on nari shakti hails padma winners
বছরের প্রথম 'মন কি বাত'-এ নারী শক্তির জয়গান নমোর


প্রধানমন্ত্রীর রেডিও বার্তায় এদিন উঠে আসে ছত্তিসগঢ়ের দান্তেওয়াড়ার মহিলাদের কথা। মাওবাদী অধ্যুষিত এই এলাকায় যে ভাবে মহিলারা ই-রিকশা চালিয়ে আর্থিক স্বাধীনতা অর্জন করছেন, তাকে স্যালুট জানান মোদী। উল্লেখ করেন গণতন্ত্র দিবসে বিএসএফ-এর নারী বাহিনী মোটরবাইকে যে সব দুর্জয় সাহসের স্টান্ট দেখিয়েছে তার কথাও। মুম্বইয়ের মাতুঙ্গা স্টেশনটি পরিচালনা করেন শুধুমাত্র মহিলা কর্মীরা। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে তাঁদের কথাও।

এছাড়াও এবার যাঁরা পদ্মশ্রী সম্মানে যাঁরা ভূষিত হলেন, তাঁদের কথাও বলেন প্রধানমন্ত্রী। পদ্ম সম্মান মনোনয়নের পদ্ধতিতে আগের চেয়ে অনেক স্বচ্ছতা এসেছে বলেও দাবি করেন তিনি। আগামী ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী। গান্ধীজির দেখানো শান্তি ও অহিংসার পথই যে বর্তমান সমাজে অত্যন্ত প্রয়োজন সে কথা বলেন মোদী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল