অ্যাপশহর

মনমোহনের করোনা টেস্ট নেগেটিভ, স্বস্তি সবমহলে

জ্বর কমেছে। সোমবার সারাদিনে আর জ্বর আসেনি। করোনা রিপোর্টও নেগেটিভ। ফলে, কোভিড-১৯ সংক্রমণের যে আশঙ্কা ছিল, তা আর নেই। স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। সূত্রের খবর, আর একদিনের মধ্যেই এইমস থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

EiSamay.Com 11 May 2020, 10:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের করোনা সংক্রমণ হয়নি। তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। দিল্লি এইমসের তরফে সোমবার মনমোহনের স্বাস্থ্য সম্পর্কিত এক বুলেটিনে এ কথা জানানো হয়েছে। চিকিত্‍‌সকের জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হয়েছে।
EiSamay.Com jpg


জানা গিয়েছে, গায়ে জ্বর থাকার কারণেই প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসায় সব মহলই স্বস্তিতে। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগও খানিক কমেছে। নতুন ওষুধের প্রতিক্রিয়া ছাড়া আর কোনও কারণে জ্বর এসেছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞ চিকিত্‍‌সকেরা।

বুকে ব্যথা অনুভব করায় ৮৭ বছর বয়সি মনমোহন সিংকে রবিবার সন্ধ্যায় এইমসে ভর্তি করতে হয়। চিকিত্‍‌সকেরা জানান, নতুন ওষুধের প্রতিক্রিয়াতেই জ্বর এসেছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। তিনি এখন আগের তুলনায় ভালো আছেন। অবস্থা স্থিতিশীল। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর কার্ডিয়ো-থোরাসিক সায়েন্সেস সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন।

মনমোহন ঘনিষ্ঠ একটি সূত্রে বলা হয়েছে, সোমবার সারাদিনে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার আর জ্বর আসেনি। আগের তুলনায় ভালো আছেন। এর মধ্যে তাঁর একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। যদিও, সেসব পরীক্ষার রেজাল্ট এখনও আসেনি। টেস্ট রিপোর্ট দেখে একদিনের মধ্যে তাঁকে ছেড়েও দেওয়া হতে পারে।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। ২০০৯ সালে এইমসে তাঁর করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। সব দলের নেতারাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল