অ্যাপশহর

জাতীয় প্রতীকের নির্মাতার জীবনাবসান

সারনাথের লায়ন ক্যাপিটালকে জাতীয় প্রতীক হিসেবে যিনি সৃষ্টি করেছিলেন, শনিবার সেই দীননাথ ভার্গবের ইন্দোরে মৃত্যু হয়েছে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর৷

EiSamay.Com 25 Dec 2016, 10:36 am
অভিজিত্‍ সেন ও উদয় দেব
EiSamay.Com man who designed national emblem dies at 89 in indore
জাতীয় প্রতীকের নির্মাতার জীবনাবসান



সারনাথের লায়ন ক্যাপিটালকে জাতীয় প্রতীক হিসেবে যিনি সৃষ্টি করেছিলেন, শনিবার সেই দীননাথ ভার্গবের ইন্দোরে মৃত্যু হয়েছে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর৷ রেখে গেলেন স্ত্রী প্রভা এবং দুই পুত্র সত্যেন্দ্র ও সৌমিত্রকে৷ ইন্দোর থেকে দীননাথের ছোট পুত্রবধূ সাপেক্ষী ভার্গব জানান, শনিবার সকালে সোফা থেকে হঠাত্‍ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়৷ আগামী সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷

শুধু জাতীয় প্রতীকই নয়, ভারতীয় সংবিধানের প্রচ্ছদ এবং প্রথম কুড়ি পৃষ্ঠার নকশার পিছনেও দীননাথের অবদান রয়েছে৷ নন্দলাল বসুর নেতৃত্বে শান্তিনিকেতন কলাভবনের যে সাতজন ছাত্র এই কাজে নিযুক্ত ছিলেন দীননাথ ছিলেন তাঁদের অন্যতম৷ গুরুর নির্দেশে সিংহের আকার, আচরণ দেখতে টানা দু’মাস, প্রতিদিন শান্তিনিকেতন থেকে চলে আসতেন আলিপুর চিড়িয়াখানায়৷

দীননাথের অত্যন্ত ঘনিষ্ঠ অনিন্দ্যকান্তি বিশ্বাস জানালেন, ‘ছবির প্রতি ভালোবাসার জন্যই শিল্পী এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ছেড়ে ১৯৪৭এ কলাভবনে চলে আসেন৷ ১৯৪৯ সালে তাঁর বিয়ে উপলক্ষে তাঁকে বিশেষ অ্যালবাম উপহার দেন নন্দলাল স্বয়ং, তাঁর দুই কন্যা গৌরী ও যমুনা, রামকিঙ্কর বেইজ ও আরও অনেকে৷ ১৯৫১ সালে পাশ করে বেরোবার পর গুরুর কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় দীননাথ কোনওদিন তাঁর শিল্পকর্মকে বাজারের পণ্য করেননি৷ অল ইন্ডিয়া হ্যান্ডলুম বোর্ডের ডিরেক্টর পদ থেকে অবসর নেন ১৯৮৬ সালে৷

কলাভবনের ছাত্র, দীননাথের তিন বছরের জুনিয়র রবীন্দ্রকৃষ্ণ পাল স্মৃতিচারণে বললেন, ‘উনি অত্যন্ত অমায়িক, শান্তিপ্রিয় মানুষ ছিলেন৷ আমি খাদি গ্রামোদ্যোগে কাজকরি জেনে এক বার আমার সঙ্গে আড্ডা দিতে এসেছিলেন৷’

ভেজিটেবল ডাই দিয়ে শাড়ি ও দোপাট্টা তৈরিতেও দীননাথ ছিলেন সিদ্ধহস্ত৷ তাঁর কাজ পছন্দ করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতীয় হস্তশিল্পের ফার্স্ট লেডি পুপুল জয়কর৷ মধ্য প্রদেশের দুই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাধবরাও সিন্ধিয়া ও দিগ্বিজয় সিংয়ের অনুরোধে তিনি চান্দেরি নকশার অভিধান রচনা করেন৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল