অ্যাপশহর

অত্যাচার থেকে বাঁচতে জোলাপ খাওয়ানোর ছক ধরে ফেলে বেদম মার বরের, দুই স্ত্রীর মধ্যে হত ১

মারের চোটে গুরুতর অসুস্থ হয়ে মারা যান এক স্ত্রী। অপরজন বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, কোয়েম্বাটোরের এবিটি রোডের বাসিন্দা ৩৮ বছরের কে রমেশ। তাঁর দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী শান্তি ও দুই সন্তান রয়েছে।

EiSamay.Com 29 Aug 2019, 5:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মদের নেশায় কোনও জ্ঞান থাকে না কসাই রমেশের। প্রতিদিন ঘরের অশান্তি আর কলহে জেরবার তাঁর দুই স্ত্রী। ষড়ষন্ত্র করে খাবারের সঙ্গে জোলাপ মিশিয়ে দেন দুই স্ত্রী। লক্ষ্য একটাই, স্বামীকে মদ ছাড়াতে হবে। কিন্তু খাবারে জোলাপ মেশানোর পরিকল্পনার কথা জানতে পেরে মদ্যপ অবস্থায় দুই স্ত্রীকে মারধর করে অভিযুক্ত।
EiSamay.Com D9


মারের চোটে গুরুতর অসুস্থ হয়ে মারা যান এক স্ত্রী। অপরজন বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, কোয়েম্বাটোরের এবিটি রোডের বাসিন্দা ৩৮ বছরের কে রমেশ। তাঁর দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী শান্তি ও দুই সন্তান রয়েছে। পরে ৩০ বছরের থিলাগাভাথিকে বিয়ে করে রমেশ। দুই স্ত্রী-সন্তানকে নিয়ে একই ছাদের তলায় থাকতেন তিনি। কলেজ রোডের মারাক্কাডাই এলাকায় মাংসের দোকানে সাহায্য করতেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় প্রতিদিনই স্ত্রীদের সঙ্গে বচসা হত। রোজগার এই কলহ বন্ধ করতে স্ত্রীরা বর্বর স্বামীকে শাস্তি দিতে খাবারের সঙ্গে জোলাপ মিশিয়ে দেন। কিন্তু খাবার খাওয়ার পরই বুঝতে পেরে যায় রমেশ। স্ত্রীদের উদ্দেশ্য ছিল, রমেশের মদ খাওয়া কমাতে যদি শরীর খারাপ করানো যায়। জোলাপ মেশানোর ফন্দি বুঝতে পেরে স্ত্রীদের বেধরক মারধর করে অভিযুক্ত।

খবরটি ইংরেজিতে পড়ুন....

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল