অ্যাপশহর

₹৪ হাজার কোটির ইলেকট্রিক বিল পেয়ে দিশাহারা রত্না

বকেয়া পড়েছে বিদ্যুতের বিল। সে জন্যই বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছে ইলেকট্রিসিটি বোর্ড।

EiSamay.Com 14 Aug 2017, 12:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বকেয়া পড়েছে বিদ্যুতের বিল। সে জন্যই বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছে ইলেকট্রিসিটি বোর্ড। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু বিলের অঙ্কটা যখন নজরে পড়বে, তখনই চক্ষু চড়কগাছ হওয়ার জোগার।
EiSamay.Com man receives electricity bill of rs 38 billion in jharkhand
₹৪ হাজার কোটির ইলেকট্রিক বিল পেয়ে দিশাহারা রত্না


জামশেদপুরের এক ব্যক্তি ইলেকট্রিক বিল পেয়েছেন ৩৮ বিলিয়ন টাকার। অর্থাত্‍‌ প্রায় ৪ হাজার কোটি টাকা। ঝাড়খণ্ড ইলেকট্রিসিটি বোর্ড বিআর গুহর হাতে এই বিশাল অঙ্কের বিল ধরিয়েছে। বিল বকেয়া রয়েছে বলে জানিয়ে কেটে দেওয়া হয়েছে বিদ্যুত্‍‌ সংযোগও। উদভ্রান্ত ওই ব্যক্তি এএনআই-কে বলেছেন, 'এই ঘটনায় আমরা তাজ্জব। এমনটা হতে পারে কখনও আশা করিনি। আমাদের ৩ কামরার বাড়ি। বর্তমানে এখানে তিনটি ফ্যান, তিনটি লাইট ও একটি টিভি চলে। কীভাবে এত বিল আসতে পারে?'

তাঁর কন্যা রত্না বিশ্বাস জানিয়েছেন, 'আমার মা ডায়াবিটিজের রোগী। বাবার প্রেশার রয়েছে। কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এগিয়ে এলেন প্রতিবেশীরা।' ঝাড়খণ্ড ইলেকট্রিসিটি বোর্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

খবরটি ইংরাজিতে পড়তে Click করুন

#A man in Jamshedpur was in for a shock when he received an electricity bill of Rs 38 billion on Sunday.

#B R Guha was handed the non-payment of the bill by the Jharkhand Electricity Board, following which, electricity was disconnected from his home.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল