অ্যাপশহর

উড়োফোনে মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমাতঙ্ক, গ্রেফতার যুবক

সেই ফোনের জেরে সোমবার সকালে হুলস্থুল পড়ে যায়। কালক্ষেপ না-করে গ্রিনওয়েস রোডে দ্রুত মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় তামিলনাড়ু পুলিশের স্পেশাল টিম ও স্নিফার ডগ।

EiSamay.Com 19 Mar 2019, 3:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডপ্পাদি কে পালানিস্বামীর বাড়িতে বোমা রয়েছে বলে, উড়োফোনে পুলিশ কন্ট্রোল রুমে খবর দিয়েছিলেন এক যুবক। সেই ফোনের জেরে সোমবার সকালে হুলস্থুল পড়ে যায়। কালক্ষেপ না-করে গ্রিনওয়েস রোডে দ্রুত মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় তামিলনাড়ু পুলিশের স্পেশাল টিম ও স্নিফার ডগ। কিন্তু, বাড়ির সর্বত্র তন্নতন্ন করে খুঁজেও মেলেনি বোমা। এই ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে বছর তেইশের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
EiSamay.Com bomb 1


পুলিশ জানায়, ধৃত এল সুন্দররাজ মানসিক ভারসাম্যহীন। সেই সোমবার সকালে ফোন করে জানিয়েছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা রাখা রয়েছে। পুলিশ ওই যুবককে হেফাজতে নিয়ে জিগ্যাসাবাদ শুরু করেছে। তাঁর মানসিক চিকিত্‍‌সারও ব্যবস্থা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল