অ্যাপশহর

হোয়াটসঅ্যাপে স্ত্রী-সন্তানদের হত্যার কথা জানিয়ে বেপাত্তা যুবক

ইন্দিরাপুরমে নিজের ফ্ল্যাটে কড়া মাদক খাইয়ে ৩২ বছরের স্ত্রী অংশুবালা এবং তিন শিশুসন্তানকে অচৈতন্য করেছিলেন সুমিত। তারপর চার জনকেই তিনি কুপিয়ে খুন করেন।

EiSamay.Com 22 Apr 2019, 11:08 pm

হাইলাইটস

  • হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিয়ো-বার্তায় প্রথম অপরাধ কবুল করেছিলেন সুমিত।
  • তাঁর বোন সেটি দেখতে পেয়ে তড়িঘড়ি ইন্দিরাপুরমের ফ্ল্যাটে নিজের স্বামী পঙ্কজ সিংকে পাঠান।
  • পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে চার জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।
EiSamay.Com (representative image)
(প্রতীকী ছবি)
এই সময় ডিজিটাল ডেস্ক: স্ত্রী এবং তিন শিশুসন্তানকে খুনের পরে নিজেই সে কথা জানালেন পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই সঙ্গে দাবি করলেন, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গাজিয়াবাদের ইন্দিরাপুরমে রবিবার ভোররাতের ওই হত্যাকাণ্ডের ঘাতক সুমিত কুমার বেঙ্গালুরুর একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থার প্রাক্তন কর্মী। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। পুলিশ সূত্রের খবর, আর্থিক অনটনের ফলে মানসিক অবসাদেই এমন ঘটনা ঘটিয়েছেন বছর চৌত্রিশের সুমিত।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইন্দিরাপুরমে নিজের ফ্ল্যাটে কড়া মাদক খাইয়ে ৩২ বছরের স্ত্রী অংশুবালা এবং তিন শিশুসন্তানকে সংজ্ঞাহীন করেছিলেন সুমিত। তারপর চার জনকে কুপিয়ে খুন করেন। বড় ছেলে প্রমথেশের বয়েস পাঁচ। অরভ এবং আকৃতি চার বছরের জমজ। অংশুবালা ইন্দিরাপুরমেরই একটি 'প্লে স্কুলের' শিক্ষিকা ছিলেন।

রবিবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিয়ো-বার্তায় প্রথম অপরাধ কবুল করেছিলেন সুমিত। তাঁর বোন সেটি দেখতে পেয়ে তড়িঘড়ি ইন্দিরাপুরমের ফ্ল্যাটে নিজের স্বামী পঙ্কজ সিংকে পাঠান। সুমিতের শ্যালক সেখানে পৌঁছে দেখেন ফ্ল্যাটের দরজা বন্ধ। অনেক বার ডাকাডাকি করেও কোনও সাড়া না-পেয়ে পঙ্কজ থানায় ফোন করেন। এর পরে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে চার জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।

পরিবারের তরফে জানানো হয়েছে, পেশার সফটঅয়্যার ইঞ্জিনিয়ার সুমিত গত জানুয়ারি মাসে বেঙ্গালুরুর ওই তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি হারিয়েছিলেন। কিন্তু প্রথমে তিনি সে কথা কাউকে জানাননি। কিছুদিন পরে স্ত্রীকে ঘটনার কথা জানান।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল