অ্যাপশহর

বিদেশি মুদ্রা পাচার করতে গিয়ে ধৃত ১

সিআইএসএফ-এর অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল হেমেন্দ্র সিং জানিয়েছেন, ‘দুপুর ৩টে নাগাদ এক ব্যক্তিকে সিকিউরিটি চেক-ইন লাইনের আসপাশে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে সিআইএসএফ-এর সার্ভিলেন্স টিম।

EiSamay.Com 18 Feb 2020, 1:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার ধরা পড়ে এক ব্যক্তি। বিমানে ওঠার কয়েক মিনিট আগেই সিআইএসএফ-এর হাতে ধরা পড়ে সে। জানা গিয়েছে পারফিউমের বোতলের ভিতরে ভরে কুয়েতি দিনার এবং সৌদি রিয়াল পাচার করছিল বছর চল্লিশের এই ব্যক্তি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪২ লাখ টাকা।
EiSamay.Com Man caught with foreign currency in perfume cans at Indira Gandhi International airport
উদ্ধার হওয়া বিদেশি মুদ্রা


সিআইএসএফ-এর অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল হেমেন্দ্র সিং জানিয়েছেন, ‘দুপুর ৩টে নাগাদ এক ব্যক্তিকে সিকিউরিটি চেক-ইন লাইনের আসপাশে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে সিআইএসএফ-এর সার্ভিলেন্স টিম। তখনই তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময়ে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মহম্মদ আরশি। দিল্লিরই বাসিন্দা। দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠার কথা ছিল তার। কেন দুবাই যাচ্ছে সে, জিজ্ঞাসা করলে কোনও উত্তর দিতে পারে না। তখনই তার সব ব্যাগ ফের একবার স্ক্যান করা হয়। সন্দেহজনক ঠেকায়, সব লাগেজ বের করে ম্যানুয়ালি চেক করা হয়। তখনই পারফিউমের বোতলের ভিতর থেকে বেআইনি বিদেশি মুদ্রা বের হয়।’ ওই ব্যক্তিকে কাস্টমস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল