অ্যাপশহর

মোদীকে ছেড়ে মমতার নিশানায় এখন সিবিআই

দুই সাংসদের গ্রেপ্তারিতে কি বদলে গেল তৃণমূলের নিশানা ?

EiSamay.Com 9 Jan 2017, 10:54 am
এই সময় : দুই সাংসদের গ্রেপ্তারিতে কি বদলে গেল তৃণমূলের নিশানা ? নোটবন্দি -বিরোধী আন্দোলন বদলে গেল নরেন্দ্র মোদী সরকারের ‘প্রতিহিংসা রাজনীতি ’ বিরোধী আন্দোলনে৷ রিজার্ভ ব্যাঙ্কের বদলে নয়া নিশানা এখন সিবিআই৷ নোটবন্দি নিয়ে রাজ্যে রাজ্যে আন্দোলনের বদলে এখন ভুবনেশ্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের গ্রেপ্তারি -বিরোধী সভা করতে চলেছে তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কৌশলের বদল নজর এড়ায়নি বিরোধী শিবিরের৷ মমতার এই কৌশলগত অবস্থানের বদলে নয়া সমীকরণের সম্ভবনা দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল৷ নোটবন্দি আন্দোলনের ফলে মমতা যে বৃহত্তর রাজনৈতিক মহলকে পাশে পেয়েছিলেন , নিশানা বদলে যাওয়ায় সেই রাজনৈতিক দলগুলি আর মমতার পাশে থাকবে কি না , সে প্রশ্নও উঠছে৷ যদিও তৃণমূল নেতৃত্ব নিশানা বদলের তত্ত্ব মানতে নারাজ৷ রবিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন , ‘নোট বাতিল নিয়ে তৃণমূল আন্দোলন করছে বলেই সন্ত্রস্ত করার চেষ্টা হচ্ছে।
EiSamay.Com mamta now targrt cbi more than modi
মোদীকে ছেড়ে মমতার নিশানায় এখন সিবিআই


কিন্ত্ত যতই সন্ত্রস্ত করার প্রচেষ্টা হোক , আমরা সামলে নেব৷ তৃণমূল মাথা নত করবে না৷ আন্দোলন চলবে৷ ’ আন্দোলন অব্যহত রাখার বার্তা দিলেও , আজ , সোমবার থেকে রাজ্যের ব্লকে -ব্লকে , মহকুমায় তৃণমূল কোমর বেঁধে মোদী সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধেই আন্দোলন করতে চলেছে৷ যদিও জানুয়ারির প্রথম সন্তাহে তৃণমূল রাজ্যজুড়ে নোট -বাতিল বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল৷ কিন্ত্ত তাপস , সুদীপের গ্রেপ্তারিতে সেই আন্দোলন আদৌ দানা বাঁধেনি৷ মূল ফোকাস হয়েছে সিবিআই৷ নিশানা যে বদলে গিয়েছে , তা আজ , সোমবার তৃণমূলের বিধাননগরে সিজিও কমপ্লেক্সের সামনে তিন দিনের কর্মসূচি থেকে স্পষ্ট৷ বিধায়ক সুজিত বসুর নেতৃত্বে টানা তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ দেখাবে তৃণমূল৷ দলের একাধিক নেতা তাতে অংশ নেবেন৷ কয়েক দিন আগেও তৃণমূলের এ ধরনের বিক্ষোভ সমাবেশের জায়গা ছিল রিজার্ভ ব্যাঙ্ক৷

তা বদলে এখন সিবিআই নিশানা হওয়ায় তৃণমূলের মূল অ্যাজেন্ডা প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী৷ তাঁর কথায় , ‘গবির মানুষের দুর্ভোগের জন্য তৃণমূল নোটবন্দি নিয়ে আন্দোলন শুরু করেনি৷ নিজেদের কালো টাকার ভাণ্ডার রক্ষা করার জন্যই হইচই করছিলেন তৃণমূল নেতৃত্ব৷ এখন সিবিআই দুই সাংসদকে গ্রেন্তার করায় , কালো টাকার ভাণ্ডার বাঁচানো নিয়ে সংশয় তৈরি হওয়ায় তৃণমূল সিবিআইকে নিশানা করে চিত্কার করছে৷ ’ কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও৷ দলের রাজ্য কমিটির সদস্য শমীক ভট্টাচার্যের কথায় , ‘নোট বাতিল ইস্যু নিয়ে আন্দোলন দাঁড়াচ্ছে না , সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন৷ কারণ এটিএমে টাকা পাওয়া যাচ্ছে , লাইন নেই কোথাও৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল