অ্যাপশহর

মহাজোট চেয়ে সক্রিয় দিদি

উত্তর প্রদেশে বিধানসভা ভোটের ফলাফলের পর যা কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছিল , দিল্লি এসে সেই বিরোধী ঐক্য গড়ে তোলার কাজটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

EiSamay.Com 11 Apr 2017, 8:13 am
গৌতম হোড় ■ নয়াদিল্লি
EiSamay.Com mamata banerjee leads opposition forum against modi governmentmamata banerjee leads opposition forum against modi government
মহাজোট চেয়ে সক্রিয় দিদি

উত্তর প্রদেশে বিধানসভা ভোটের ফলাফলের পর যা কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছিল , দিল্লি এসে সেই বিরোধী ঐক্য গড়ে তোলার কাজটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সারাদিন ধরে একের পর এক বিরোধী নেতার সঙ্গে বৈঠক করে ঐক্যের কৌশল ঠিক করার ক্ষেত্রে বড় ভূমিকা নিলেন মুখ্যমন্ত্রী৷ শুধু বিরোধী নেতারাই নয় , এনডিএ -র শরিক শিবসেনার নেতা সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠক করেছেন তিনি৷

আধ ঘণ্টা বৈঠক করেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গেও৷ মমতা দিনভর দফায় দফায় আলোচনা করেছেন কংগ্রেসের গুলাম নবি আজাদ এবং আহমেদ প্যাটেল , ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক , সপা নেতা অখিলেশ যাদবের সঙ্গে৷ তার ফাঁকে সেন্ট্রাল হলে বসে মমতা সাফ বলেন , ‘মহাজোট হওয়াই উচিত৷ তবে আমি নেতৃত্ব দিচ্ছি না৷ আমরা সকলে একটা মঞ্চে আসছি৷ আমায় যদি বলে মঞ্চে একপাশে শুধু বসে থাকতে , আমি তাই থাকব৷ আমার কোনও আপত্তি নেই৷ ইস্যু ধরে বিরোধী দলগুলি এক হয়ে চলবে৷ ইভিএম নিয়ে প্রথমে এ দিন নির্বাচনের কমিশনের কাছে নালিশ ও দুদিন পরে রাষ্ট্রপতির কাছে যাওয়াটা হল এর প্রথম ধাপ৷ ’এটা যদি প্রথম ধাপ হয় তো পরবর্তী বড় পদক্ষেপ হতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া৷ আদবানির সঙ্গে বৈঠককে অবশ্য তিনি বর্ণনা করেছেন ‘নিছক সৌজন্য সাক্ষাত্কার ’ বলে৷ কিন্ত্ত নরেন্দ্র মোদীর মোকাবিলা করার জন্য বিরোধী প্রার্থী দাঁড় করানোর জন্য কংগ্রেস রীতিমতো সচেষ্ট৷

সকলের রায় মেনে নিয়ে একজন প্রার্থী দাঁড় করিয়ে মোদীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চাইছে তারা৷ এই ইস্যুতে বিজেডি , শিবসেনার সমর্থন পেলে বিরোধীদের পক্ষে লড়াই জমবে ভালো৷ মমতা এ দিন যাঁদের সঙ্গে কথা বলেছেন , তাঁদের মধ্যে ওডিশার বিজু জনতা দলের নেতা ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কংগ্রেসের কট্টর বিরোধী৷ মমতাকে প্রশ্ন করা হয়েছিল , তিনি একদিকে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলছেন , আবার কেজরিওয়াল -নবীনের সঙ্গেও কথা বলছেন , যাঁরা কখনওই কংগ্রেসের সঙ্গে যাবেন না৷ এই দুই মেরু কী করে তিনি মেলাচ্ছেন ? মমতার জবাব , ‘আমরা সকলে মিলে পথ চলা শুরু করছি৷ বিভিন্ন ইস্যুতে একজোট হচ্ছি৷ এক মঞ্চে আসছি৷ যদি কেউ অন্য দিকে যায় , তখন দেখা যাবে৷ আপাতত আমরা একসঙ্গে হাঁটতে চাই৷ ’ মমতার সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠকও তাত্পর্যপূর্ণ৷ কারণ , উত্তরপ্রদেশের ফল বেরোনোর পর তৃণমূল আর সনিয়ার দলের সঙ্গে একযোগে প্রতিবাদ দেখায়নি৷

কিন্ত্ত এ দিন গুলাম নবি এবং আহমেদ প্যাটেলের সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন মমতা৷ তৃণমূলের কার্যালয়ে ঢুকে গুলাম নবি উপস্থিত সাংসদ ও সাংবাদিকদের দেখে বলেন , ‘এ তো দেখছি , পলিটব্যুরোর বৈঠক চলছে !’ মমতা তাঁদের নিয়ে পাশেই ছোট একটি ঘরে গিয়ে একান্তে কথা বলেন৷ পরে গুলাম নবি বলেন , ‘রাষ্ট্রপতির নৈশভোজে মমতাজির সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছিল৷ আলোচনা শেষ হয়নি৷ উনি পার্টি অফিসে আসতে বলেন৷ রাজনৈতিক বিষয় নিয়ে বাকি কথা হল৷ ’ বকেয়া দাবি মমতারএই সময় , নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে রাজ্যের বকেয়া ১০ হাজার ৪৬৯ কোটি টাকা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সকালেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে মোদীর সঙ্গে দেখা করে তাঁর হাতে মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া অর্থের তালিকা তুলে দেন৷ পরে সংসদ ভবনে দলীয় অফিসে বসে মমতা বলেন , ‘প্রধানমন্ত্রী বলেছেন , এটা তো আপনাদের পাওনা৷ অবশ্যই খতিয়ে দেখব৷ ’ এর পরই মমতার সংযোজন , ‘আগেও দু’বার এই টাকা চেয়েছি৷ প্রতিশ্রীতি পেয়েছি৷ তার পর কিছু হয়নি৷ ’

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল