অ্যাপশহর

মালেগাঁও বিস্ফোরণ মামলায় রেহাই সাধ্বী প্রজ্ঞা-সহ ৪ জনের

মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনে (MCOCA) ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে মুক্তি পেলেন সাধ্বী প্রজ্ঞা-সহ ৪ অভিযুক্ত।

EiSamay.Com 27 Dec 2017, 7:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনে (MCOCA) ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে মুক্তি পেলেন সাধ্বী প্রজ্ঞা-সহ ৪ অভিযুক্ত।
EiSamay.Com malegon blasts accused sadhvi pagya lt col purohit along with two others discharged under the mcoca
মালেগাঁও বিস্ফোরণ মামলায় রেহাই সাধ্বী প্রজ্ঞা-সহ ৪ জনের


বুধবার এনআইএ আদালত সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি দিল সাধ্বী প্রজ্ঞা, লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত, (অবসরপ্রাপ্ত) মেজর রমেশ উপাধ্যায় এবং অজয় রাহিকরকে। MCOCA ছাড়াও UAPA আইনের ১৭, ২০ ও ১৩ নম্বর ধারা এবং অস্ত্র আইন অনুসারে চারজনকে অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। এই সমস্ত আইনের অধীনে তাঁদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছিল, সে সব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সাধ্বী প্রজ্ঞা ও লেফটেন্যান্ট কর্নেল পুরোহিতের বিরুদ্ধে এর পরেও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩০২, ৩০৭, ৩০৪, ৩২৬, ৪২৭ এবং ১৫৩এ ধারা এবং UAPA-র ১৮ নম্বর ধারায় দায়ের হওয়া অভিযোগ বিচারাধীন রয়েছে বলে জানা গিয়েছে।

বেশির ভাগ অভিযুক্তই আপাতত জামিনে মুক্ত থাকার কারণে তাঁদের বিরুদ্ধে এর আগে জারি করা যাবতীয় বন্ড ও জামিন কার্যকর থাকবে বলে জানিয়েছে এাইএ দালত। এছাড়া অন্য তিন অভিযুক্ত প্রবীণ তাকাল্কি. শ্যামলাল সাহু এবং শিবনারায়ণ কালসাংরাকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর রেহাই দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

এদিন সিদ্ধান্ত গোষণার সময় এনআইএ আদালত জানিয়েছে, কোনও মতেই মামলার প্রধান অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করা সম্ভব নয় কারণ বিস্ফোরণে ব্যবহৃত মোটর সাইকেলটি সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত ছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর নাসিক জেলার মালেগাঁও বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন জখম হন। তদন্তে জানা যায়, বিস্ফোরণে ব্যবহৃত আরডিএক্স মজুত করতে নিজের বাইকটি অন্য অভিযুক্ত রামজি কালসাংরাকে দিয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল