অ্যাপশহর

তিন ঘন্টা পার, দাউদাউ করে জ্বলছে দিল্লির মেন্থলের গুদাম

গুদামে প্রচুর পরিমাণে মেন্থল তেল থাকায় আগুন নেভাতে বেশ বেগ হতে হচ্ছে। ওই কারখানার ভিতরে প্রায় হাজারের বেশি তেলের ড্রাম্প রয়েছে। সেগুলি থেকে আগুনের তীব্রতা আরও বেড়েই চলেছে।

EiSamay.Com 26 Aug 2019, 11:58 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভয়াবহ আগুন লাগল গ্রেটার নয়ডার মেন্থলের এক গুদামঘরে। সোমবার তিন ঘন্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ১৮টি ইঞ্জিন। ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছেন দমকলের এক অফিসার।
EiSamay.Com D1


দমকল অফিসারের কথায়, গুদামে প্রচুর পরিমাণে মেন্থল তেল থাকায় আগুন নেভাতে বেশ বেগ হতে হচ্ছে। ওই কারখানার ভিতরে প্রায় হাজারের বেশি তেলের ড্রাম্প রয়েছে। সেগুলি থেকে আগুনের তীব্রতা আরও বেড়েই চলেছে। ফলে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন অফিসার অরুণ কুমার সিং।

আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তিনঘন্টার বেশ সময় ধরে আগুন নেভাতে চেষ্টা করছেন দমকলকর্মীরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল