অ্যাপশহর

সিএএ-এনআরসি বিরোধী পদক্ষেপে দেশে প্রথম মহারাষ্ট্রের এই গ্রাম!

২৬ জানুয়ারি গ্রাম পঞ্চায়েতের সভায় এই সংকল্প গ্রহণ করেন গ্রামবাসীরা। সিদ্ধান্তে খসড়ায় সই করেন পঞ্চায়েত প্রধান এবং সহ পঞ্চায়েত প্রধান। এই সিদ্ধান্তের একটি কপি পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছেও।

EiSamay.Com 3 Feb 2020, 11:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে এবার গর্জে উঠল মহারাষ্ট্রের এই গ্রামটি। অহমেদনগরের অদূরে ছোট্ট গ্রাম ইসলাক। জনসংখ্যা মাত্র ২ হাজার এবং এই গ্রামের একজন বাসিন্দাও মুসলিম নন। এই প্রথম দেশের কোন গ্রাম CAA, NRC এবং NPR-এর বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নিল সর্বসম্মতভাবে।
EiSamay.Com Maharashtra’s islak village is India’s first to pass resolution against CAA, NRC in their gram panchayat meeting
সিএএ-এনআরসি বিরোধী গ্রাম


২৬ জানুয়ারি গ্রাম পঞ্চায়েতের সভায় এই সংকল্প গ্রহণ করেন গ্রামবাসীরা। সিদ্ধান্তে খসড়ায় সই করেন পঞ্চায়েত প্রধান এবং সহ পঞ্চায়েত প্রধান। এই সিদ্ধান্তের একটি কপি পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছেও।

এই গ্রামের প্রত্যেক বাসিন্দাই কৃষক। পঞ্চায়েত প্রধান ৩৮ বছর বয়সী বাবাসাহেব গোরাঙ্গে জানিয়েছেন, বাসিন্দাদের অনেকেরই নিজের কোনও জমি নেই। এমনকি তাঁদের কাছে কোনও বৈধ নথিও নেই। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছেন, ‘বেশিরভাগই কয়েক পুরুষ ধরে এই গ্রামে বাস করছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁদের মধ্যে অনেকের কাছেই কোনও জমি নেই অথবা নথি নেই নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্যে।’ তিনি এও জানান কোনও জাত-ধর্মের ভিত্তিতে নয়, এই সংকল্প গ্রহণ করা হয়েছে মানবিকতার খাতিরে।

পরের খবর