অ্যাপশহর

করোনা মোকাবিলায় ধারাভিতে বিলি করা হতে পারে ম্যালেরিয়ার ওষুধ!

এখনও পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্ত এবং মৃতের খোঁজ পাওয়া গিয়েছে মহারাষ্ট্র থেকে। তারই মধ্যে মুম্বই এবং পুনের অবস্থা সবচেয়ে খারাপ। জানুন বিস্তারিত...

EiSamay.Com 13 Apr 2020, 11:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ধারাভিতে ঢুকে পড়েছে করোনা সংক্রমণ। আর তাতেই আপাতত দুশ্চিন্তার কালো মেঘ মহারাষ্ট্র সরকারের কপালে। করোনা যাতে ধারাভির মতো ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে সরকারের তরফে চিন্তা করা হচ্ছে সেখানকার বাসিন্দাদের হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট ট্যাবলেট বিলি করা।
EiSamay.Com Maharashtra govt may hand out anti-malaria drug as preventive med to fight Covid-19 in areas like dharavi
হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট ট্যাবলেট


রাজ্য সরকারের উচ্চ পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, ধারাভির যে সব বাসিন্দা ইতোমধ্যে সন্দেহভাজনের তালিকায় রয়েছেন এবং কোয়ারানটিনে রাখা হয়েছে তাঁদের আগে এই অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্ত কার্যকর হলে এই প্রথম কমিউনিটি স্তরে হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট ট্যাবলেটব্যবহার হবে করোনা মোকাবিলায়।

মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে বলেন, ‘ম্যালেরিয়া নিরাময়ে এই ওষুধ ব্যবহার করা হয় এবং আমেরিকায় এই ওষুধ কোভিড ১৯ মোকাবিলায় ব্যবহৃত হচ্ছে। আমরাও তাই ভাবছি ধারাভির মতো হাই রিস্ক জোনে এই ওষুধ দেওয়া শুরু করব।’ এই মুহূর্তে ভারতে শুধুমাত্র স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্যেই হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট ট্যাবলেট ব্যবহারের অনুমতি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকাল রিসার্চ। প্যানডেমিক কনট্রোলে মহারাষ্ট্রের টেকনিকাল অ্যাডভাইজার ডা. সুভাষ সালুঙ্খে জানিয়েন, ‘মেডিকাল লিটারেচারে যথেষ্ঠ প্রমাণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে এই পর্যায়ে কোভিড ১৯ মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট উপকার দিতে পারে।’

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল