অ্যাপশহর

হোর্ডিং-ব্যানার-পাত্র-বোতল-প্লাস্টিকে তৈরি সব কিছু নিষিদ্ধ রাজ্যে,বাদ শুধু পলিপ্যাক!

দূষণ ঠেকাতে প্লাস্টিক ব্যাবহার নিষিদ্ধ করেছে মহারাষ্ট্র সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয় প্লাস্টিক হোডিং,ব্যানার ,পাত্র, বোতল, এমনকি বোর্ডেও। বাদ দেওয়া হয়েছে শুধু পলি প্যাকে।

EiSamay.Com 12 Jan 2018, 7:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দূষণ ঠেকাতে প্লাস্টিক ব্যাবহার নিষিদ্ধ করেছে মহারাষ্ট্র সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয় প্লাস্টিক হোডিং,ব্যানার ,পাত্র, বোতল, এমনকি বোর্ডেও। বাদ দেওয়া হয়েছে শুধু পলি প্যাকে।
EiSamay.Com maharashtra government set to ban plastic containers banners boards not just bags
হোর্ডিং-ব্যানার-পাত্র-বোতল-প্লাস্টিকে তৈরি সব কিছু নিষিদ্ধ রাজ্যে,বাদ শুধু পলিপ্যাক!


২০১৭ সালে মার্চ মাসে এই আইন আনে রাজ্য। কিন্তু প্যাকেজিং-এর জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহারের কোনও নেষেধাজ্ঞা আনে নি সরকার। যদিও শহরের বিভিন্ন প্রান্তে প্যাকিং-এর জন্য ব্যবহার করা হয়েছে এই ব্যাগ। দুধ, ডাল জাতীয় খাবারের প্যাকেজিং-এর জন্য এগুলো ব্যবহার করায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

মার্চ মাস থেকে এ গুলো ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যে কর্নাটকে দূষণের কারনে প্লাস্টিক ও প্লাস্টিকবিহীন বিভিন্ন জিনিসের ব্যবহার বন্ধ করা হয়েছে। মহারাষ্ট্রে ৫০ মাইক্রোন প্লাস্টিক ব্যবহার করা যাবে বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু এই প্লাস্টিক ব্যাগগুলি সমস্যা তৈরি করে। বিশেষ করে বর্ষাকালে।

শহরের বিভিন্ন ড্রেনের মুখে এই প্লাস্টিক গুলো আটকে যায়। জলমগ্ন হয়ে যায় গোটা এলাকায়। পরিবেশকর্মীদের আক্ষেপ, আবর্জনা সংগ্রহের ক্ষেত্রে প্লাস্টিক এবং প্লাস্টিকবিহীন আবর্জনাকে আলাদা করতে পারলেও সেই পদ্ধতি সফল হয়নি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল