অ্যাপশহর

খরা-বৃষ্টির জোড়া ফলায় মৃত্যুই বেছে নিচ্ছেন মহারাষ্ট্রের চাষিরা

মহারাষ্ট্রে কৃষকদের মৃত্যু-মিছিল অব্যাহত। মঙ্গলবার উদ্ধার হল আরও এক প্রবীণ কৃষকের ঝুলন্ত দেহ। পরিবারের বক্তব্য, অসময়ের বৃষ্টি ফসল ধ্বংস করেছে।

EiSamay.Com 21 Nov 2019, 3:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে কৃষকদের মৃত্যু-মিছিল অব্যাহত। মঙ্গলবার উদ্ধার হল আরও এক প্রবীণ কৃষকের ঝুলন্ত দেহ। পরিবারের বক্তব্য, অসময়ের বৃষ্টি ফসল ধ্বংস করেছে। লোকসানের ধাক্কা সামলাতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে এই রাজ্য থেকে একই কারণে ছয় কৃষকের মৃত্যুর খবর মিলেছে।
EiSamay.Com Maharashtra farmers commit suicide due to rain and drought
প্রতীকী ছবি।


১৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন মহারাষ্ট্রের পিমপালোলি গ্রামের প্রবীণ কৃষক তুলসীরাম শিন্দে। মঙ্গলবার ওই গ্রাম থেকে কিছু দূরে একটি জঙ্গলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের বক্তব্য, দিনছয়েক আগেই তাঁর মৃত্যু হয়েছে। দেহে পচনও ধরে গিয়েছে। পরিবারের বক্তব্য, কয়েক একর জমিতে সয়াবিন চাষ করেছিলেন তুলসীরাম, কিছু দিন আগে হওয়া বৃষ্টিতে তার প্রায় সবটুকুই নষ্ট হয়ে গিয়েছে। চরম হতাশায় ভুগছিলেন তিনি। তার জেরেই আত্মহত্যা করেছেন। পুলিশ অবশ্য এখনই মৃত্যুর কারণ নিয়ে কিছু বলতে নারাজ। তারা তদন্ত করে দেখতে চায়।

মহারাষ্ট্রের মারাঠওয়াড়া এবং বিদর্ভের যে কোনও গ্রামে গেলেই কোনও না কোনও তুলসীরামের কথা শোনা যাবে। প্রথমে সমস্যার কারণ ছিল --- খরা। আর তার পর--- অকালবৃষ্টি। বিদর্ভ এবং আশপাশের এলাকাগুলি খরাপ্রবণ। এ বার গ্রীষ্মেও সেখানে তীব্র জলকষ্ট দেখা দিয়েছিল। খরিফ শস্যের চাষ কিছুটা দেরিতেই শুরু হয়। ফসল যখন তোলার সময় হাজির অকালবৃষ্টি। বেসরকারি তথ্য বলছে, বৃষ্টির জেরে ৫৪ লক্ষ হেক্টর জমিতে ফসল নষ্ট হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রের ১৪৯.৭৪ হেক্টর জমিতে খরিফ শস্য চাষ হয়েছিল। অক্টোবরের বৃষ্টি যখন শুরু হয় তখন প্রায় ৯৫ শতাংশ জমিতেই বীজ পোঁতা হয়ে গিয়েছে। এমন অবস্থায় হেক্টরপিছু কিছু ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। বিরোধীদের দাবি, তা প্রয়োজনের তুলনায় নিতান্তই সামান্য। রাজ্যে কৃষকদের পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল