অ্যাপশহর

কোভিড আক্রান্ত মায়ের মৃত্যুর খবর শুনেই ডাক্তারের বুকে ছোরা মারল ছেলে!

করোনায় আক্রান্ত মা মারা গিয়েছেন শুনে, নিজেকে ঠিক রাখতে পারেনি ছেলে। যে ডাক্তার মাকে দেখছিলেন, তাঁর বুকেই সে ছোরা মেরে দেয়। পুলিশ ওই যুবককে বুধবার গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের লাতুরের ঘটনা।

EiSamay.Com 30 Jul 2020, 2:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত রোগিণীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাদানুবাদের জেরে হাসপাতালের মধ্যেই আক্রান্ত হলেন এক চিকিত্‍‌সক। ধারালো অস্ত্র দিয়ে ওই চিকিত্‍‌সককে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই চিকিত্‍‌সক এখন অন্য একটি হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ফোন করে, হামলাকারী যুবককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মৃত রোগিণীর ছেলে। খুনের চেষ্টা-সহ আইপিসির একাধিক ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার ভোরে চিকিত্‍‌সক নিগ্রহের এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুরে। অভিযুক্তের কড়া শাস্তির পাশাপাশি তাঁদের সুরক্ষার দাবিতে ফের সোচ্চার হয় চিকিত্‍‌সক সংগঠন।
EiSamay.Com images (1)
আক্রান্ত চিকিত্‍‌সক...


মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর ৭টা নাগাদ চিকিত্‍‌সক নিগ্রহের এই ঘটনাটি ঘটেছে লাতুরের আলফা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Alpha Superspeciality Hospital)। হামলাকারীর নাম পুলিশ গোপন রেখেছে। বয়স বছর ৩৫। বাড়ি উদগীরে। হামলাকারী যুবকের মা ২৫ জুলাই কোভিড পজিটিভ নিয়ে লাতুরের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বছর ষাটেকের ওই রোগিণীর কো-মর্বিডিটি-সহ দীর্ঘস্থায়ী কিছু অসুস্থতা ছিল। ডাক্তার দীনেশ ভর্মা তাঁকে দেখছিলেন। রোগিণীর গুরুতর শারীরিক অবস্থার কথা তিনি আগেই আত্মীয়দের জানিয়েছিলেন।

আরও মৃত্যু: বিশ্বে কোভিড-মৃত্যুর এক চতুর্থাংশই আমেরিকায়, মৃত বেড়ে ১,৫২,৯৪৫!

বুধবার ভোরে মায়ের মৃত্যুসংবাদ শুনে, আত্মীয়দের নিয়ে হাসপাতালে পৌঁছন ছেলে। ওই ডাক্তারকে হাতের নাগালে পেয়ে, মহিলার আত্মীয়রা ক্ষোভ ধরে রাখতে পারেননি। উত্তপ্ত বাদানুবাদের সময় মৃত রোগিণীর ছেলে হাতের কাছে থাকা একটি ছুরি দিয়ে ডাক্তারের বুকে, ঘাড়ে ও হাতে আঘাত করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত চিকিত্‍‌সকের অবস্থা গুরুতর। এই হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিত্‍‌সা চলায়, তাঁকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে অভিযোগ পেয়ে পুলিশ হামলাকারী যুবককে গ্রেফতার করেছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের স্থানীয় শাখা চিকিত্‍‌সক নিগ্রহের নিন্দে করেছে। চিকিত্‍‌সকদের সুরক্ষায় সর্বক্ষণের জন্য পুলিশি নিরাপত্তারও দাবি করা হয়েছে।

আরও মৃত্যু: মধ্যপ্রদেশের বিজেপি প্রধান, সাংসদ ভিডি শর্মা কোভিড পজিটিভ

এদিকে, মহারাষ্ট্রে বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৪৪০। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৭১৭ জনের কোভিড পজিটিভ ধরা পড়ে। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৯৯৮। সেরে উঠেছেন ২ লক্ষ ৩২ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় মারা গিয়েছেন ১৪ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮২ জনের।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।
https://t.me/EisamayNews

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

https://t.me/EiSamay_Entertainment

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/Eisamay_Lifestyle

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।
https://t.me/Eisamay_jobs_Education

পরের খবর