অ্যাপশহর

ডামাডোলের মধ্যেই মহারাষ্ট্রে বন্ধ হল ৯ সেচ দুর্নীতির তদন্ত!

রাজ্যের ন'টি সেচ দুর্নীতির তদন্ত ACB-র বন্ধ করে দেওয়ার খবর প্রথম জানাজানি হওয়ার পরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। কংগ্রেসের তরফে দাবি করা হয়, সরকার গঠনে অজিত পাওয়ারের বিজেপিকে সমর্থনের 'উপঢৌকন' হিসেবে এই পদক্ষেপ করেছে রাজ্যের দুর্নীতি দমন সংস্থা। তার পরই ACB-র তরফে স্পষ্ট করে দেওয়া হয়, এই মামলাগুলির সঙ্গে অজিত পাওয়ারের কোনও যোগ নেই।

EiSamay.Com 25 Nov 2019, 7:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুতোয় ঝুলছে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ সরকারের ভবিষ্যৎ। এই মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সে দিকে তাকিয়ে আছে সবাই। এর মধ্যেই রাজ্যের ন'টি সেচ দুর্নীতির তদন্তে ইতি টানল মহারাষ্ট্র অ্যান্টি-কোরাপশন ব্যুরো (ACB)। সোমবার ACB-র তরফে এই কথা জানানো হয়েছে। যদিও এই ন'টি মামলার মধ্যে কোনওটির সঙ্গে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের যোগ নেই বলে জানিয়েছে তারা।
EiSamay.Com ajit power


যদিও রাজ্যের ন'টি সেচ দুর্নীতির তদন্ত ACB-র বন্ধ করে দেওয়ার খবর প্রথম জানাজানি হওয়ার পরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। কংগ্রেসের তরফে দাবি করা হয়, সরকার গঠনে অজিত পাওয়ারের বিজেপিকে সমর্থনের 'উপঢৌকন' হিসেবে এই পদক্ষেপ করেছে রাজ্যের দুর্নীতি দমন সংস্থা। তার পরই ACB-র তরফে স্পষ্ট করে দেওয়া হয়, এই মামলাগুলির সঙ্গে অজিত পাওয়ারের কোনও যোগ নেই।


দুর্নীতি দমন সংস্থার এক কর্তা সংবাদসংস্থাকে বলেন, '২০১৩ সালের যে সমস্ত সেচ দুর্নীতি মামলায় অজিত পাওয়ারের নাম জড়িয়েছিল তার মধ্যে একটিও বন্ধ করা হচ্ছে না।' ওই ব্যক্তি আরও জানিয়েছেন, মামলাগুলি বন্ধের সিদ্ধান্ত শর্তাধীন। রাজ্য সরকার বা আদালত চাইলে মামলাগুলি ফের চালু করতে পারবে।

পরের খবর