অ্যাপশহর

রোগীর পেটেই দ্বিতীয় হার্ট! চেন্নাইয়ে প্রস্তুতি তাক লাগানো সার্জারির

হৃদযন্ত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ ভারতীয় চিকিত্‍সকদের। হার্টের রোগীদের অপারেশন করে পেটে অতিরিক্ত একটি হৃদযন্ত্র বসিয়ে দেওয়ার কাজে অনেকটাই এগিয়ে গেলেন চেন্নাইয়ের কয়েকজন কার্ডিয়াক সার্জেন।

EiSamay.Com 10 Dec 2017, 4:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হৃদযন্ত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ ভারতীয় চিকিত্‍সকদের। হার্টের রোগীদের অপারেশন করে পেটে অতিরিক্ত একটি হৃদযন্ত্র বসিয়ে দেওয়ার কাজে অনেকটাই এগিয়ে গেলেন চেন্নাইয়ের কয়েকজন কার্ডিয়াক সার্জেন। দুটি কুকুরের পেটে অতিরিক্ত হার্ট বসিয়ে ইতিমধ্যেই সাফল্য এসেছে। এবার মানবদেহে এই অপারেশন করার প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা।
EiSamay.Com lifesaver doctors plan second heart in tummy
রোগীর পেটেই দ্বিতীয় হার্ট! চেন্নাইয়ে প্রস্তুতি তাক লাগানো সার্জারির


অনেক সময়ই মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে হার্ট ফেইল করা রোগীদের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা সম্ভব হয় না। তাঁদের জন্য এই দ্বিতীয় হার্টের সার্জারি অত্যন্ত কার্যকরী প্রমাণিত হতে পারে বলে আশা চিকিত্‍সক মহলে। যে চিকিত্‍সক দল এই পরীক্ষামূলক অস্ত্রোপচারের দায়িত্বে রয়েছেন, সেই ফ্রন্টিয়ার লাইফ লাইন টিমের সেক্রেটারি ডা: পি বালাজি জানিয়েছেন যে মানুষের শরীরে এই অপারেশন করার অনুমতি চেয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।


এই কুকুরের ওপরই চলে অপারেশন

এই মেশিনের দাম পড়বে এক কোটি টাকা। প্রথম হার্টটিকে ঠিকমতো কাজ করতে সাহায্য করবে এটি। এছাড়া হৃদযন্ত্র প্রতিস্থাপনে যে সব ঝুঁকি রয়েছে, তাও এ ক্ষেত্রে অনেক কম। যে দুটি কুকুরের ওপর পরীক্ষামূলক ভাবে এপারেশন চালানো হয়, তার প্রথমটি সঙ্গে সঙ্গে মারা গেলেও আশা হারাননি ডাক্তাররা। দ্বিতীয় কুকুরটি ৪৮ ঘণ্টার বেশি সময় বেঁচেছিল এবং ঘোরাফেরা ও খাওয়া-দাওয়া করেছে। তার দ্বিতীয় হার্টটি ঠিকমতো পাম্প করেছে। তাই এই অপারেশন সফল বলেই মনে করছেন ডাক্তাররা।


খবরটি ইংরাজিতে পড়ুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল