অ্যাপশহর

জুনিয়র অফিসারকে খুনের চেষ্টা করে আত্মঘাতী লেফটেন্যান্ট কর্নেল

নিজের শরীরে বিষ ইঞ্জেকশন প্রয়োগ করে আত্মহত্যা করলেন এক সেনা অফিসার। লেফটেন্যান্ট কর্নেল পদের ওই সেনা অফিসার তাঁর এক জুনিয়র অফিসারকে প্রথমে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ।

EiSamay.Com 24 Oct 2016, 11:15 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নিজের শরীরে বিষ ইঞ্জেকশন প্রয়োগ করে আত্মহত্যা করলেন এক সেনা অফিসার। লেফটেন্যান্ট কর্নেল পদের ওই সেনা অফিসার তাঁর এক জুনিয়র অফিসারকে প্রথমে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ। শুক্রবার মথুরার কাছে যমুনানগর এলাকায় এই ঘটনা ঘটে। টি যাদব নামে ওই লেফটেন্যান্ট কর্নেলের তাঁর জুনিয়র অফিসারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
EiSamay.Com lieutenant colonel tries to strangle junior officer he loved kills self
জুনিয়র অফিসারকে খুনের চেষ্টা করে আত্মঘাতী লেফটেন্যান্ট কর্নেল


৪০ বছরের লেফটেন্যান্ট কর্নেল টি যাদব মথুরা মিলিটারি হাসপাতালের অ্যানাসথেসিস্ট হিসেবে গত দু-বছর ধরে কাজ করতেন। আদতে মহারাষ্ট্রের বাসিন্দা যাদব বিবাহিত ও দুই সন্তানের বাবা। মথুরা সেনা হাসপাতালের নার্সিং স্টাফ এক মহিলা লেফটেন্যান্টের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু ওই সম্প্রতি ওই জুনিয়র অফিসারের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। শুক্রবার এ বিষয়ে কথা বলতে দেরাদুনের ওই অফিসারকে নিয়ে বলদেও রোড ধরে লং ড্রাইভে যান যাদব। শ্রী রাধা রাধা কলোনির কাছে পৌঁছে নার্সিং অফিসারের সঙ্গে একসঙ্গে আত্মহত্যার প্রস্তাব দেন যাদব। এ নিয়ে কথা কাটাকাটির মাঝেই মহিলা লেফটেন্যান্ট-এর গলা টিপে তিনি খুন করতে যান বলে অভিযোগ। কোনওরকমে গাড়ি থেকে লাফিয়ে পড়েন ওই মহিলা। এরপরই নিজেই থাইয়ে বিষ ইঞ্জেকশন দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ লেফটেন্যান্টের।

সেনা কর্তৃপক্ষের কাছে পুরো বিষয় জানান নার্সিং অফিসার। লেফটেন্যান্ট কর্নেলের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। শনিবার বিকেলে পুলিশে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। মৃত অফিসারের বাড়ির লোক অবশ্য চক্রান্তের অভিযোগ তুলে খুনের মামলা দায়ের করেছে। গোটা ঘটনায় ওই মহিলা অফিসার ছাড়া আর কোনও সাক্ষী না থাকায় পারিপার্শ্বিক তথ্য যোগাড়ের চেষ্টা করছে পুলিশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল