অ্যাপশহর

উরি হামলার দায় স্বীকার লস্করের পোস্টে

সোশ্যাল মিডিয়ায় লস্করের তরফে ভারতীয় সেনা শিবিরে হানার দায়িত্ব স্বীকার করে পোস্ট করা হয়েছে।

EiSamay.Com 25 Oct 2016, 3:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে উরি হামলার দায় স্বীকার করল পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। সোশ্যাল মিডিয়ায় লস্করের তরফে ভারতীয় সেনা শিবিরে হানার দায়িত্ব স্বীকার করে পোস্ট করা হয়েছে।
EiSamay.Com lashkar e taiba claims responsibility for uri terror attack
উরি হামলার দায় স্বীকার লস্করের পোস্টে


সেপ্টেম্বর মাসে কাশ্মীরের উরি সেক্টরে ভারতীয় সেনা শিবিরে হানা দেয় সন্ত্রাসবাদীরা। ঘটনায় ২০ জন জওয়ান শহিদ হন। তদন্তে নেমে গোড়া থেকেই পাক জঙ্গিদের দিকে অভিযোগের আঙুল তোলে দিল্লি। সেই অভিযোগ উড়িয়ে দেয় নওয়াজ শরিফ সরকার। এবার সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত ঘটনার দায়স্বীকার করল লস্কর-ই-তৈবা।

লস্করের অভিভাবক সংগঠন জামাত-উদ-দাওয়া উরির জঙ্গি হানায় মৃত এক সন্ত্রাসবাদীর অন্ত্যেষ্টির প্রার্থনাসভা আয়োজন করেছে। পাক পঞ্জাবের গুজরানওয়ালায় ওই অনুষ্ঠানের বিজ্ঞপ্তি দিয়ে ছাপানো পোস্টারের ছবি ফেসবুকে পোস্ট করেছে লস্কর-ই-তৈবা। জানানো হয়েছে, প্রার্থনাসভার শেষে জামাত প্রধান হাফিজ সঈদ এক বিশেষ ভাষণ দেবেন।

উর্দুতে লেখা ওই পোস্টারে রীতিমতো জাঁক করে বলা হয়েছে, কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা শিবিরে হামলা চালাতে গিয়ে 'শহিদ' হয়েছেন লস্কর জঙ্গি মহম্মদ আনাস ওরফে আবু-সারাকা। পোস্টারে এ-ও দাবি করা হয়েছে যে, উরিতে মোট ১৭৭ জন ভারতীয় জওয়ানকে হত্যা করা হয়েছে।

উরি হামলায় পাক সংযোগ বার বার অস্বীকারের পরে স্বাভাবিক ভাবে অস্বস্তিতে পড়ার কথা ইসলামাবাদের। পাক সাংবাদিক মহম্মদ আমির হুসেইনি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, 'জামাত-উদ-দাওয়ার তরফে এমন অনুষ্ঠান আয়োজন করা এবং সেই মর্মে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করার পরে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের দাবি ধোপে টিকবে কি না, সেই প্রশ্ন উঠছে।'

পোস্টারের দাবি অনুসারে, পাক সরকারের জ্ঞাতসারেই সেদেশে সক্রিয় রয়েছেন কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ সঈদ। অর্থাত্‍ ইসলামাবাদের অনুমোদনেই অবাধে সন্ত্রাসবাদী কার্যকলাপ বহাল রয়েছে পাকভূমিতে।

# According to posters on social media, funeral prayers in absentia for one of the Uri attackers is being organized by LeT’s parent organization Jamat-ud-Dawa.
# The poster brags that LeT’s Muhammad Anas, code named Abu-Saraqa attained “martyrdom” while carrying out the attack on the Indian Army camp in Uri.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল