অ্যাপশহর

কী আনুগত্য! হাজতে লালুকে 'দেখভালে'র জন্য চুরি করে জেলে ২ সহকারী

একেই বলে আনুগত্য। লালুপ্রসাদ যাদবের হাজতবাসের দিনকয়েক আগেই চুরির দায় নিয়ে রাঁচির জেলের বাসিন্দা হয়েছেন তাঁর দুই একান্ত অনুগত সহকারী।

EiSamay.Com 9 Jan 2018, 4:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একেই বলে আনুগত্য। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদবের হাজতবাসের দিনকয়েক আগেই চুরির দায় নিয়ে রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলের বাসিন্দা হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুই একান্ত অনুগত সহকারী।
EiSamay.Com lalu prasad yadavs two aides so loyal they became thieves to be in ranchi jail with him
কী আনুগত্য! হাজতে লালুকে 'দেখভালে'র জন্য চুরি করে জেলে ২ সহকারী


চুরি ও প্রতিবেশীকে মারধরের দায়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন লালুর দুই সহকারী মদন যাদব ও লক্ষ্মণ মাহাত। সূত্রের মারফত্‍‌ জানা গিয়েছে, সেই প্রতিবেশী প্রথমে দোরান্ডা পুলিশ স্টেশনে মদন ও লক্ষ্মণের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে থানার ইন-চার্জের সন্দেহ হওয়ায় তিনি অভিযুক্তদের জেলে পোরেননি।

এরপর রাঁচির লোয়ার বাজার পুলিশ স্টেশনে ওই একই অভিযোগ করা হলে, সেখানে মদন ও লক্ষ্মণের বিরুদ্ধে FIR করা হয়। সঙ্গে সঙ্গেই থানায় আত্মসমর্পণ করে অভিযুক্তরা। এক পাতার অভিযোগপত্রে প্রতিবেশী সুমিত যাদব অভিযোগ করেছেন, তাঁকে মারধর করে তাঁর থেকে ১০,০০০ টাকা চুরি করেছে মদন ও লক্ষ্মণ। দুই অভিযুক্তেরই একই ঠিকানা দেওয়া হয়েছে।

রাচিঁতে একটি ডেয়ারির ব্যবসা চালায় অভিযুক্তরা। তারা দুজনেই RJD প্রধানের পুরনো ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সূত্রের দাবি, জেলে তারা লালুর দেখাশোনা ও তাঁর জন্য রান্নাবান্না করে। এর আগেও যখন একই মামলায় লালু জেলে ছিলেন, তখনও হাজতে 'তাঁর সেবায়' হাজির ছিল এই দুই অনুগত।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল