অ্যাপশহর

হিন্দুত্ববাদী নেতা খুনের ছক ২০১৫-য়, নেপথ্যে উস্কানি মৌলানার!

কমলেশ তিওয়ারি হত্যাকাণ্ডে গঠিত 'সিট'-এর তদন্তে প্রকাশ, দুই প্রধান অভিযুক্তের একজনের সঙ্গে ওই মৌলনার বেশ কয়েক বার কথা হয়েছে। মৌলনা প্রতিবারই তাকে আশ্বস্ত করে জানায়, এই সিদ্ধান্তে কোনওরকম ভুল নেই। এই খুনের মামলায় সেই মৌলনা মহসিন শেখকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

EiSamay.Com 23 Oct 2019, 10:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী নেতা কমলেশ তিওয়ারিকে হঠাত্‍‌‌ সিদ্ধান্তে খুন করা হয়নি। চার বছর আগে ২০১৫ সালেই কমলেশকে হত্যার পরিকল্পনা করেছিল 'খুনি'রা। সিদ্ধান্ত ঠিক কি না, তা নিয়ে ধন্দে ভোগায় এক মৌলবীরও দ্বারস্থ হয়েছিল। সেই মৌলবী আশ্বস্ত করে, খুনের সিদ্ধান্ত যুক্তিসংগত। এর পর, যাবতীয় দ্বিধাধন্দ দূরে ঠেলে, হিন্দুত্ববাদী নেতাকে খুনের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েই ফেলে।
EiSamay.Com kamlesh-jpg_710x400xt


কমলেশ তিওয়ারি হত্যাকাণ্ডে গঠিত 'সিট'-এর তদন্তে প্রকাশ, দুই প্রধান অভিযুক্তের একজনের সঙ্গে ওই মৌলনার বেশ কয়েক বার কথা হয়েছে। মৌলনা প্রতিবারই তাকে আশ্বস্ত করে জানায়, এই সিদ্ধান্তে কোনওরকম ভুল নেই। এই খুনের মামলায় সেই মৌলনা মহসিন শেখকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

কমলেশের পরিবার এই খুনের সঙ্গে এক বিজেপি নেতার জড়িত থাকার কথা বললেও, কয়েক দিন ধরে তদন্ত চালিয়ে, ধৃতদের জেরায় পুলিশ একরকম নিশ্চিত, হজরত মহম্মদ নিয়ে অবমাননা কর মন্তব্যের জন্যই এই খুন।
মঙ্গলবার গুজরাট এটিএসের হাতে ধরা পড়ে কমলেশ খুনের প্রধান দুই অভিযুক্ত আশফাক হুসেন ও মইনউদ্দিন খুরশিদ পাঠান। গুজরাট-রাজস্থানের সীমানা অঞ্চল শামলাজি থেকে দু-জনকে গ্রেফতার করা হয়। খুনের তদন্তে নেমে প্রথম থেকেই এই দু-জনকে ধরতে মরিয়া ছিল উত্তরপ্রদেশ পুলিশ। তার আগে গুজরাট পুলিশের এটিএস ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে সুরাটে ধরা পড়ে মৌলনা মহসিন শেখ। ওই মৌলনার সঙ্গেই সুরাটে গ্রেফতার হয় ফৈজান ও রশিদ পাঠান।

তদন্তকারীরা জানান, এই হত্যাকাণ্ডের মূল আসামি কমলেশ তিওয়ারিকে খুনের পরিকল্পনা করেছিল ২০১৫ সালে। তার পরেই মৌলনা মহসিন শেখের শরণাপন্ন হয়েছিল। গুজরাট এটিএসের প্রধান হিমাংশু শুক্লা জানান, মইনউদ্দিন খুরশিদ পাঠানকে গ্রেফতারের সময়, আঙলে চোট নজরে পড়ে। জেরায় সে জানায়, কমলেশ তিওয়ারির গলার নলি কাটতে আশফাক ছুরি বের করতেই, সাহায্য চেয়ে চেঁচিয়ে ওঠেন হিন্দুত্ববাদী নেতা। আশফাক তখন বন্দুক বের করে, গুলি চালায়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে, মইনউদ্দিনের আঙুল ছুঁয়ে বেরিয়ে যায়।

হিন্দুত্ববাদী নেতার চাঞ্চল্যকর খুনে প্রধান দুই অভিযুক্ত-সহ এখনও পর্যন্ত ৬ জন ধরা পড়েছে। এই ছ-জনের মধ্যে ৫ জনই গুজরাটের। ষষ্ঠ ব্যক্তি মহারাষ্ট্রের বাসিন্দা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল