অ্যাপশহর

‘ATM নেহি তো PayTM করো’, মুক্তিপণ চেয়ে দাবি অপহরণকারীদের!

আম জনতা ছাড়াও ডিজিটাল লেনদেনে উৎসাহী হয়ে উঠছে অপরাধীরাও

EiSamay.Com 7 Jan 2017, 5:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ‘ডিজিটাল ইন্ডিয়া’র প্রচারে নগদহীন লেনদেনে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিজিটাল পেমেন্টে লাকি ড্র থেকে ছাড়-এর ঘোষণা করেছে সরকার। কিন্তু, আম জনতা ছাড়াও ডিজিটাল লেনদেনে উৎসাহী হয়ে উঠছে অপরাধীরাও। উত্তরপ্রদেশের সাম্প্রতিক ঘটনা থেকে এমনই জানা যাচ্ছে।
EiSamay.Com kidnappers in up accept online payments
‘ATM নেহি তো PayTM করো’, মুক্তিপণ চেয়ে দাবি অপহরণকারীদের!


সম্প্রতি ইন্দোরের বাসিন্দা হরিশ চৌহানকে অপহরণ করে দুষ্কৃতীরা। বছর ২৬-এর ব্যবসায়ীকে ছাড়াতে পর মোটা টাকা পণ দাবি করা হয়। কিন্তু, বাজারে নগদসঙ্কট যা, তাতে এত টাকা আসবে কীভাবে? ATM-তো বাদ, ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গেলে অনেকটা সময় চলে যাবে। হরিশের পরিবারের এই সমস্যা নিয়ে একমত হয় অপহরণকারীরাও। অবশেষে হরিশের পরিবারকে ‘পরামর্শ’ দেয় তারা, ‘ATM নেহি তো PayTM করো।’ এবং ‘ডিজিটাল ইন্ডিয়া’র যুগে সত্যি সত্যিই মুক্তিপণের টাকা PayTM-এ গ্রহণ করে অপহরণকারীরা। মুক্তির পর মথুরা থেকে ইন্দোর ফেরত আসেন হরিশ এবং পুলিশকে গোটা ঘটনা জানান তিনি।

মথুরা জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘এরকম আরও কিছু ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত চলছে।’ হরিশ পুলিশকে জানায়, মথুরার গোবরধন এলাকার একটি গ্রামে তাঁকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে হরিশ ছাড়াও আরও অনেক জনকে বন্দি করে রাখা হয়। যে PayTM নম্বরে টাকা ট্রান্সফার করা হয়, তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

তথ্য: করিশ্মা কোটওয়াল | TNN

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল