অ্যাপশহর

কেরালায় পুলিশ এনকাউন্টারে মহিলা-সহ খতম ৩ মাওবাদী

কেরালা পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, অন্ধকার নেমে আসায় এদিনের মতো অভিযান বন্ধ রয়েছে। তা ছাড়া, বৃষ্টি শুরু হওয়ার কারণেও পাহাড়ে বেশিক্ষণ অভিযান চালানো সম্ভব হয়নি। তবে, মঙ্গলবার আলো ফোটার সঙ্গেই কেরালা পুলিশের এই কম্যান্ডো বাহিনী ফের অভিযানে নেমে পড়বে।

EiSamay.Com 28 Oct 2019, 9:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেরালা পুলিশের বিশেষ বাহিনী, 'কেরালা থান্ডারবোল্টস'-এর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে তিন মাওবাদী। নিহতদের মধ্যে এক মহিলা মাওবাদীও রয়েছে। সোমবার ভোরে কেরালার পলক্কড়ে, অট্টাপদী পাহাড়ের উপর এই এনকাউন্টার হয়। কেরালা পুলিশের এই কম্যান্ড ফোর্সের দাবি, এদিন একদম ভোরে পাহাড়ের উপর পেট্রোলিংয়ের সময়, মাওবাদীদের সাত জনের একটি দল, তাদের উপর হামলা চলায়। ঝাঁকে ঝাঁকে গুলি ধেয়ে আসে। পালটা কম্যান্ড ফোর্স গুলি চালালে, এক মহিলা-সহ ওই তিন মাওবাদী নিহত হয়।
EiSamay.Com maoist-edited-780x470


কেরালা পুলিশ জানিয়েছে, নিহত তিন জনের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। বাকি দু-জনকে শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে এক মাওবাদীর নাম কার্তিক, বাড়ি তামিলনাড়ুতে। অপর মহিলা মাওবাদীর নাম জ্যোতি। সে কর্নাটকের বাসিন্দা। এই দলটির বাকি চার জনের খোঁজে পাহাড় ছানবিন করে তল্লাশি তালিয়ে যাচ্ছে কেরালা থান্ডারবোল্টস। কেরালা পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, অন্ধকার নেমে আসায় এদিনের মতো অভিযান বন্ধ রয়েছে। তা ছাড়া, বৃষ্টি শুরু হওয়ার কারণেও পাহাড়ে বেশিক্ষণ অভিযান চালানো সম্ভব হয়নি। তবে, মঙ্গলবার আলো ফোটার সঙ্গেই কেরালা পুলিশের এই কম্যান্ডো বাহিনী ফের অভিযানে নেমে পড়বে।

এদিন বিশেষ একটি সূত্রে কম্যান্ডো বাহিনী খবর পায়, মাওবাদীরা আদিবাসী এলাকায় খাবারের সন্ধানে ঘুরছে। অদিবাসীদের কাছ থেকে তারা খাবার দাবি করেছে। তার পরেই আদিবাসীদের বাড়ি বাড়ি তল্লাশ অভিযান শুরু হয়। সেসময় পাহাড়ের উপর থেকে গুলি চালাতে শুরু করে মাওবাদীদের ওই দলটি।

২০১৮ সালে কেন্দ্রীয় সরকার কেরালার পলাক্কড় জেলাকে মাওবাদী কর্মকাণ্ডে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে, গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করার উপর জোর দেয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল