অ্যাপশহর

'ভালো' ও 'মন্দ' পড়ুয়াদের জন্য আলাদা ইউনিফর্ম চালু এই স্কুলে

কেরালার মাল্লাপুরমের পানডিক্কাড়ের আল ফারুখ ইংলিশ স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, ভালো পারফ্রম করা ছাত্রছাত্রীদের জন্য আলাদা পোশাক পড়তে হবে।

EiSamay.Com 12 Aug 2017, 4:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্কুলের খাতায় যখন শিক্ষক বা শিক্ষিকা 'খুব ভালো', 'ভালো' লিখে দিতেন, মনটা খুশিতে মন ভরে যেত। অনেকেই স্কুলের পরীক্ষায় ভালো ফল না করলেও বন্ধুরা বা শিক্ষিক-শিক্ষিকারা কখনও আলাদা করে দিতেন না। কিন্তু সময় পাল্টাচ্ছে। কেরালার একটি স্কুলের প্রিন্সিপাল এ ব্যাপারে আরও অনেকটাই এগিয়ে রয়েছেন।
EiSamay.Com kerala school has separate dress for good bad students
'ভালো' ও 'মন্দ' পড়ুয়াদের জন্য আলাদা ইউনিফর্ম চালু এই স্কুলে


কেরালার মাল্লাপুরমের পানডিক্কাড়ের আল ফারুখ ইংলিশ স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, ভালো পারফর্ম করা ছাত্রছাত্রীদের জন্য আলাদা পোশাক পড়তে হবে। অন্যদিকে, আর যাঁরা মন্দের ভালো বা খুবই বাজে পারফর্মার তাঁদের জ্নয অন্য পোশাক পড়ার নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, যারা ভালোর খাতায় পড়বে, তারা সাদা রঙের ইউনিফর্ম পড়বে, অন্যদিকে যারা মন্দের তালিকায় থাকবে, তাদেরকে লাল রঙের চেক শার্ট পড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একটি টিভি চ্যানেলে ওই স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, এই সিবিএসই অন্তর্ভুক্ত স্কুলের নয়া সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের কথা ভেবেই করা হয়েছে। যারা ফল ভালো করতে পারবে না, তারা ভালো ছাত্রছাত্রীদের দেখে আরও ভালো করার চেষ্টা করবে। আর এটা একটা ভালো উপায়ও বটে।

এই নয়া উপায়ে কপালে ভাঁজ পড়েছে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের। অন্যদিকে মনোবিদরা এই সিদ্ধান্তকে খুব একটা ভালো চোখে দেখছেন না। এতে করে স্কুলের মধ্যে বিভাজন চতো তৈরি হবেই, পড়ুয়াদের মানসিক অবস্থার কথা ভেবে মনোবিদদের বক্তব্য, এর ফলে পড়ুয়াদের মধ্যে দ্রুত অবসাদ গ্রাস করবে। স্কুলে ও স্কুলের বাইরেও তাঁরা চিহ্ণিত হবে। ফলে নিজেদের উপর থেকেই বিশ্বাসটা চলে যাবে।


# The principal of the school says that such a distinction would compel ‘non-performers’ to fare better in school.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল