অ্যাপশহর

পুলিশ পোস্ট লক্ষ্য করে বোমা, কেরালায় ধৃত আরএসএস কর্মী

কান্নুরের এক পুলিশ কর্তা জানান, এই হামলার পিছনে দু'টি কারণ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তাঁদের ধারণা, অভিযুক্ত আরএসএস কর্মী পরিকল্পনা করেই বোমা ছুড়েছিল। লক্ষ্য ছিল, আরএসএসেরই পার্টি অফিস। কিন্তু, তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশ পিকেটে গিয়ে পড়ে।

EiSamay.Com 23 Jan 2020, 1:29 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজ্যে বিজেপি, আরএসএসের এক শ্রেণির নেতা-কর্মীর রংবাজি, মস্তানি চলছেই। বিশেষত, যে সমস্ত রাজ্যে গেরুয়ার সরকার নেই। এ বার কেরালায় পুলিশ পিকেট পোস্ট লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, আরএসএস-এর এক কর্মীর বিরুদ্ধে। কান্নুরের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
EiSamay.Com rss-prabesh f


কান্নুরের এক পুলিশ কর্তা জানান, এই হামলার পিছনে দু'টি কারণ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তাঁদের ধারণা, অভিযুক্ত আরএসএস কর্মী পরিকল্পনা করেই বোমা ছুড়েছিল। লক্ষ্য ছিল, আরএসএসেরই পার্টি অফিস। কিন্তু, তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশ পিকেটে গিয়ে পড়ে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি বিদ্রোহী আরএসএস কর্মী নন। তাঁর উদ্দেশ্য ছিল, নিজেদেরই সাংগঠনিক দফতরে বোমা ছুড়ে, সেই হামলার দায় সিপিআইএমের উপর চাপিয়ে দেওয়া।

তবে, পুলিশকে ভয় দেখাতে তাদের পোস্ট লক্ষ্য করে আরএসএসের এই বোমাবাজি কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি একদম ভোররাতে এই হামলা হয়েছিল। ধৃত আরএসএস কর্মীর নাম প্রবেশ কে। বাড়ি কোডাক্কালামে। বুধবার কইম্বাতোর থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও ১০টি মামলা ঝুলে রয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল