অ্যাপশহর

কেরালায় ২০ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর!

এই মুহূর্তে সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৪৪,৭৮৬। তার মধ্যে ভারতে করোনা আক্রান্ত ১৯৪ জন। বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের।

EiSamay.Com 20 Mar 2020, 4:52 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কেরালায় আরও একজনের শরীরে পাওয়া গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫। এমন অবস্থায় এলডিএফ সরকার বৃহস্পতিবার ২০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে রাজ্যের এই সংকট মোকাবিলা করার জন্যে।
EiSamay.Com Kerala govt announces rs 20 thousand crore special package for state in the wake of coronavirus outbreak in the state
কেরালার মুখ্যমন্ত্রীর ঘোষণা


কাসারোগোড জেলার এই ব্যক্তি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরে নজরদারিতে ছিলেন। বৃহস্পতিবারই হাতে আসে তাঁর নমুনা পরীক্ষার ফল। কোভিড ১৯ নিয়ে সাংবাদিকদের সঙ্গে রিভিউ বৈঠকে বসে এই তথ্য জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন।


মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে অন্তত ৩১,১৭৩ জন নজরদারিতে রয়েছেন। তাঁদের মধ্যে ২৩৭ জন ভর্তি রয়েছেন হাসপাতালে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘিরে বৃহস্পতিবার রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে মোট ৯টি বিষয় জনগণের কাছে তুলে ধরেছেন। কী সেই ৯টি বিষয়? জানুন...

করোনা মোকাবিলায় নবরাত্রির প্রাক্কালে দেশবাসীকে ৯ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল