অ্যাপশহর

ফল বেরনোর আগেও কেজরির লক্ষ্যে এখন প্রধানমন্ত্রীর গুজরাট

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের বিধানসভা দখলের লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷

EiSamay.Com 11 Mar 2017, 8:35 am
এই সময়, নয়াদিল্লি : পাঁচ রাজ্যের নির্বাচনী ফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের বিধানসভা দখলের লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
EiSamay.Com kejriwal eyes for modis gujrat now
ফল বেরনোর আগেও কেজরির লক্ষ্যে এখন প্রধানমন্ত্রীর গুজরাট


সব রাজনৈতিক দল যখন তাকিয়ে রয়েছে আজ শনিবার উত্তরপ্রদেশ ,পাঞ্জাব ,গোয়া , উত্তরাখণ্ড এবং মণিপুরের ভোটের ফলাফলের দিকে , তখন কেজরিওয়ালের চোখ কিন্ত্ত রয়েছে গুজরাটের সিংহাসনের দিকে৷ চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে গুজরাটে বিধানসভা নির্বাচন পর্ব আয়োজিত হবে৷

তার আগে , সবার অলক্ষ্যে কেজরিওয়ালের নির্দেশে তাঁর ‘কোর টিম ’ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মোদী -অমিত শাহর রাজ্য গুজরাটে৷ কোর টিমে রয়েছেন কেজরিওয়ালের বিশ্বস্ত সহযোগী সঞ্জয় সিং , আশিস খৈতান , দুর্গেশ পাঠক এবং আশুতোষ৷ এ ছাড়াও দফায় দফায় দিল্লি থেকে গুজরাটে উড়ে গিয়ে ভোট যুদ্ধের গোটা প্রস্ত্ততি খতিয়ে দেখছেন কেজরিওয়ালের ডেপুটি মণীশ সিসোদিয়া৷ কোন রণকৌশল নিয়ে এগোতে চাইছেন কেজরি ? আপ সূত্রে খবর , নিজের বিশ্বস্ত নেতাদের গুজরাটের প্রতিটা জেলা ঘুরে দেখে ব্লক ভিত্তিক একটি রিপোর্ট তৈরির জন্য নির্দেশ দিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো৷ রাজ্যের কোন কোন অঞ্চলে প্রতিষ্ঠান বিরোধিতা (অ্যান্টি ইনকামবেন্সি ) রয়েছে সেই সব অঞ্চলকে আগে থেকে চিহ্নিত করার জন্য দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশ৷ ঐ সব জায়গায় সাধারণ মানুষের ক্ষোভের কারণসমূহ বিস্তারিত ভাবে উল্লেখ করে রিপোর্ট তৈরির কাজ করছেন কেজরির সহযোগী আপ নেতারা৷ গুজরাটের বিভিন্ন সমাজ যেমন , পতিদার , দলিত প্রমুখদের সঙ্গে ভাল সম্পর্ক রেখে তাদের জেলা স্তরের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে নিজের পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া কেজরিওয়াল৷ সূত্রের খবর , এই লক্ষ্যে অনতিবিলম্বে পতিদার সমাজের প্রভাবশালী নেতা হার্দিক প্যাটেলের সঙ্গে কেজরিওয়ালের একটি বৈঠকের সম্ভাবনাও যথেষ্ট উজ্জ্বল৷ গুজরাটের মতো বিজেপির প্রভাবশালী রাজ্যে ক্ষমতা দখল করতে গেলে যে হার্দিক প্যাটেলকে ছাড়া তাঁর গুজরাট প্ল্যান অসম্পূর্ণ থাকবে , সেটা বুঝে আগে থেকেই হার্দিকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছেন কেজরিওয়াল৷ গুজরাটের নির্বাচনী পরিকল্পনায় সারা রাজ্যের প্রভাবশালী সম্প্রদায় গুলির প্রতিটির জন্য একটি করে আলাদা পরিকল্পনা রূপায়ণের লক্ষ্য নিয়েছেন কেজরি৷ এই পরিকল্পনার মধ্যে পতিদার সমাজের জন্য থাকছে আলাদা পরিকল্পনা৷ তেমনি আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে রাজ্যের বিরাট সংখ্যক সংখ্যালঘু শ্রেণিকে৷ একই রকম ভাবে গুরুত্ব পাচ্ছে দলিত এবং কৃষকরা৷

দিল্লি থেকে উড়ে গিয়ে মোদীর রাজ্যে নির্বাচনী যুদ্ধে বৈতরণী পেরোনো যে অত সহজ হবে না , সেটা বুঝে স্থানীয় মুখের উপরে জোর দিতে চাইছেন কেজরি৷ তিন বারের বিজেপি বিধায়ক ও প্রভাবশালী নেতা কানুভাই কালসারিয়া আম আদমি পার্টিতে যোগ দেওয়ায় আপের শক্তি বেড়েছে৷ আপ নেতৃত্ব আশা করছেন যে , বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির ছেড়ে আরও বেশ কয়েক জন প্রভাবশালী নেতা ‘ঝাড়ু ’ হাতে তাদের দলে যোগ দেবেন৷ গুজরাটের বিদ্যুত্-সমস্যা ও কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য না পাওয়ার অভিযোগের বিষয়গুলিকে নিয়ে এর আগেও কেজরিওয়াল বক্তব্য রেখেছেন৷ এ বার সেই সব ইস্যুকে একত্রিত করে হার্দিকের হাত ধরে তিনি কতটা চ্যালেঞ্জ জানাতে পারেন মোদী -অমিত শাহ জুটিকে , এটাই লক্ষ্যণীয়৷ ৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল