অ্যাপশহর

১০ জুন ঘোষণা হতে পারে চাঞ্চল্যকর কাঠুয়া ধর্ষণ মামলার রায়

সুপ্রিম কোর্টের নির্দেশে পাঠানকোটের জেলা ও দায়রা আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছিল গত বছর, জুনের প্রথম সপ্তাহে। সুপ্রিম নির্দেশেই এই মামলা জম্মু-কাশ্মীরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

EiSamay.Com 3 Jun 2019, 10:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুনানি শুরুর প্রায় এক বছর পর কাশ্মীরের কাঠুয়া ধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা হতে চলেছে। বিশেষ সরকারি কৌঁসলি জে কে চোপড়া ইঙ্গিত অনুযায়ী, আগামী ১০ জুন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা হতে পারে।
EiSamay.Com Kathua Rape


সুপ্রিম কোর্টের নির্দেশে পাঠানকোটের জেলা ও দায়রা আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছিল গত বছর, জুনের প্রথম সপ্তাহে। সুপ্রিম নির্দেশেই এই মামলা জম্মু-কাশ্মীরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশের দেওয়া চার্জশিট অনুযায়ী, কাঠুয়ার আট বছরের ওই নাবালিকাকে গত বছরের ১০ জানুয়ারি অপহরণ করা হয়েছিল। এর গ্রামের এক মন্দিরে আটকে রেখে লাগাতার ধর্ষণের পর খুন করা হয়। ১৫ পাতার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, অপহরণ থেকে ধর্ষণ ও খুন-- গোটাটাই পূর্ব পরিকল্পিত। উদ্দেশ্য ছিল, সংখ্যালঘু যাযাবর সম্প্রদায়ের লোকজনকে ওই অঞ্চল থেকে সরানো।

কাঠুয়াকাণ্ডে ওই গ্রামের মাথা সঞ্জি রাম, তার ছেলে বিশাল, সঞ্জির ভাইপো, ভাইপো-বন্ধু ছাড়াও দুই বিশেষ পুলিশ অফিসার দীপক খাজুরিয়া ও সুরেন্দর বর্মাকে পুলিশ গ্রেফতার করে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল