অ্যাপশহর

আগামী সপ্তাহে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর-উত্তরাখণ্ডে

তুষারপাত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মানালি-সহ হিমাচল প্রদেশের বেশ কয়েকটি পর্যটক কেন্দ্রগুলির হোটেল ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কুফরি, সিমলা, নারকান্দার মতো জায়গাগুলিতে তুষারপাত হওয়ায় যেখানে স্থানীয় ও ভিন রাজ্যের পর্যটকরা ভিড় করতে পারেন।

EiSamay.Com 19 Nov 2020, 3:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে পারদ ক্রমশ হিমাঙ্কের দিকে এগোচ্ছে কাশ্মীর উপত্যকার। নভেম্বরের গোড়াতেই মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী থেকেছে জম্মু ও কাশ্মীর ও উত্তর ভারতের হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ড। লাগাতার বৃষ্টি ও তুষারপাতের জেরে আগামী সপ্তাহেই কাশ্মীর উপত্যকার তাপমাত্রা হিমাঙ্কের নীচে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী সপ্তাহেও বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দফতর। প্রসঙ্গত, গত সপ্তাহেও ভূস্বর্গে টানা বৃষ্টি ও তুষারপাত হয়েছিল।
EiSamay.Com kashmir valley
বরফের চাদরে মুড়়ে গিয়েছে শ্রীনগর।


আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে। তবে এদিনের ব্যাপক তুষারপাতের পর জম্মু ও কাশ্মীর ও লাদাখের আকাশ অনেকটা পরিস্কার হয়। কয়েক সপ্তাহ ধরেই ভারী বৃষ্টি, প্রবল তুষারপাতের জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল।

ব্যাপক তুষারপাতের জেরে উত্তর কাশ্মীরের গুলমার্গ, পেহলগাঁওতে পুরু বরফের স্তর পড়ে গিয়েছে। এই মরসুমে রিসর্ট টাউন গুলমার্গে রেকর্ড তাপমাত্রা নেমেছিল। বর্তমানে গুলমার্গের তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে জম্মু ও শ্রীনগরেও রেকর্ড হারে পারদ নেমেছে,সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ও ০.৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ভারী তুষারপাতের কারণে উত্তরাখণ্ডের চামোলি জেলা, কেদানরাথ, বদ্রীনাথ, কাশ্মীরের পীর পঞ্জাল জেলা সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দির, বদ্রীনাথ মন্দির, জম্মু ও শ্রীনগর জাতীয় সড়ক।

বরফমোড়া সিমলা-কুলু-মানালি, আশা দেখছেন হোটেল ব্যবসায়ীরা

শীতের শুরুতেই এমন তুষারপাত খুবই বিরল। তবে এমন ঘটনা গত বছরেরও ঘটেছিল। শুধু উত্তরভারতেই নয়। টানা ভারী তুষারপাতের জেরে বরফের চাদরে মুড়ে গিয়েছে উত্তরবঙ্গও। ইতিমধ্যে বরফ পড়া শুরু হয়েছে উত্তর সিকিম। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে লাচুং, ইয়ুমথাম ভ্যালি। সেই হাওয়ায় ঠান্ডা আমেজের ছোঁয়া পেয়েছিল দক্ষিণবঙ্গও। তবে যত দিন যাচ্ছে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। বুধবারের থেকে আরও একধাপ চড়ে বৃহস্পতিবার তাপমাত্রা চড়ল ২২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সোমবার থেকে ঠান্ডা পড়া শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনই শীতের আশা না-করাই ভালো।

আরও বাড়ল তাপমাত্রা, সোমবার থেকে ঠান্ডা পড়বে! তবে শীত দূরেই

মৌসম ভবন জানিয়েছে, এই মুহূর্তে একটি পশ্চিমি ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকছে। ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প বয়ে দেশের পশ্চিম থেকে পূর্ব দিকে সরে ঝঞ্ঝা। সে সময় তাপমাত্রা বাড়ে। আবহবিদরা মনে করছেন, এই ঝঞ্ঝাটি পশ্চিম হিমালয়ে তুষারপাতের পরিস্থিতি তৈরি করবে। এবং ঝঞ্ঝা সরে গেলেই সেই তুষারছোঁয়া বাতাস সমতলে নেমে আসবে। সোমবার থেকে তার প্রতিফলন দেখতে পাবে বাংলাও। কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। জেলায় তাপমাত্রা থাকবে আরও কম। তবে শীতের জন্য মাঝ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা ছাড়া গতি নেই, মন্তব্য এক আবহবিদের।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর