অ্যাপশহর

করোনার প্রথম বলি কাশ্মীরে, শ্রীনগরে মৃত্যু ৬৫-র বৃদ্ধের

জম্মু-কাশ্মীরে এখনও পর্যন্ত ১১ জনের শরীরে কোভি-১৯ ধরা পড়েছে। অনেকেই বাইরে থেকে আসার কথা গোপন করে যাওয়ায় আসল সংখ্যাটা আরও বেশি বলে সন্দেহ করছে প্রশাসন।

EiSamay.Com 26 Mar 2020, 11:32 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার জম্মু-কাশ্মীরে মৃত্যু হল এক ব্যক্তির। এই প্রথম কাশ্মীর উপত্যকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেল। হায়দারপোরা গ্রামে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের।
EiSamay.Com Kashmir coronavirus
কাশ্মীরে করোনা


শ্রীনগরের গর্ভনমেন্ট চেস্ট হসপিটালে দিন তিনেক আগেই মৃত্যু হয় এই ব্যক্তির। তাঁর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বৃহস্পতিবার একটি ট্যুইট করে এই বিষয়টি জানান শ্রীনগরের মেয়র জুনাইদ আজিম। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্য়ু হল।


আরও পড়ুন: Corona In India ভারতে ২১ দিনের লকডাউন LIVE: আজ লকডাউনের ২ দিন, জম্মু-কাশ্মীরে মৃত ১ করোনা আক্রান্ত

৬৫ বছরের এই মৃত ব্যক্তির সংস্পর্শে সম্প্রতি যারা এসেছিলেন, তাঁদের মধ্যে আরও চারজনের শরীরেও করোনাভাইরাস ধরা পড়েছে। এদের সবাইকে কোয়ারানটিন করা হয়েছে। জম্মু-কাশ্মীরে এখনও পর্যন্ত মোট ৭০ জন কোয়ারানটিনে রয়েছেন। তাঁদের মধ্যে সাত জন চিকিত্‍সকও আছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল