অ্যাপশহর

ফের পুঞ্চে পাক সংঘর্ষবিরতি লঙ্ঘন

শেষ তিন মাসে ৯৫০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার পর থেকেই অপ্রত্যাশিত ভাবে পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। ভারত-পাক দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সীমান্তে পাক গোলাগুলি একদিনের জন্যও বন্ধ নেই।

EiSamay.Com 20 Nov 2019, 9:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে, বুধবার পুঞ্চে ফের গোলাবর্ষণ করল পাকিস্তান। ভারতীয় প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, মর্টার ছাড়াও ছোট আগ্নেয়াস্ত্র থেকে সীমান্তের এপারে গোলাগুলি ছোড়া হয়। হামলার লক্ষ্য যদিও ভারতীয় সেনা শিবিরই ছিল। কিন্তু, নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলিতেও পাকগোলা আছড়ে পড়ে। বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে কৃষ্ণঘাটি সেক্টরে। পাক হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারত। দু-তরফে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এদিকে, জেনারেল অফিসার কম্যান্ডিং, স্টার কর্পস, লেফটেন্যান্ট জেনারেল জেএস নৈন এদিন জম্মুর 'টাইগার ডিভিশন' পর্যবেক্ষণে যান। সেখানে বাহিনীর অপারেশাল প্রস্তুতি পর্যালোচনা করেন।
EiSamay.Com indian-army-pti-1566902338


শেষ তিন মাসে ৯৫০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার পর থেকেই অপ্রত্যাশিত ভাবে পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। ভারত-পাক দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সীমান্তে পাক গোলাগুলি একদিনের জন্যও বন্ধ নেই। চলতি বছরের অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই তিন মাসে নিয়ন্ত্রণরেখা (LoC)-য় ৯৫০টি সংঘর্ষ বিরতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শহিদ হয়েছেন অন্তত পক্ষে তিন জওয়ান।

সোমবার এমনই চাঞ্চল্যকর তথ্য দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক। এর মধ্যে জম্মু-কাশ্মীর সীমান্ত অঞ্চলে এমন সংঘর্ষ বিরতির ঘটনা ঘটেছে ৭৯টি।

জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই উপত্যকাকে অশান্ত করতে একের পর এক জঙ্গি হামলা চালিয়েছে লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। গত মাসেই জাকির মুসার উত্তরসূরি তথা আল-কায়দার কাশ্মীর শাখার প্রধান হামিদ লেলহারিকে খতম করে ভারতীয় সেনা। সম্প্রতি ভারতীয় গোয়েন্দারা কেন্দ্রকে সতর্ক করে যে রিপোর্ট দিয়েছেন, তাতে বলা হয়েছে জম্মু-কাশ্মীরে শীতকালে নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠন।

পরের খবর