অ্যাপশহর

পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড হামলা

কাশ্মীরের শোপিয়ানে সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজুবল মুজাহিদিনের ৩ জঙ্গি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা হয়। এই গ্রেনেড হামলার পিছনে হিজবুল রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। রাত পর্যন্ত এই গ্রেনেড হামলায় প্রাণহানির খবর মেলেনি।

EiSamay.Com 21 Jan 2020, 10:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পুলওয়ামায় ফের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সিআরপিএফকে নিশানা করল জঙ্গিরা। পুলওয়ামার নেওয়া গ্রামের সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে সোমবার বিকেলে গ্রেনেড ছোড়া হয়। কাশ্মীরের শোপিয়ানে সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজুবল মুজাহিদিনের ৩ জঙ্গি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা হয়। এই গ্রেনেড হামলার পিছনে হিজবুল রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। রাত পর্যন্ত এই গ্রেনেড হামলায় প্রাণহানির খবর মেলেনি।
EiSamay.Com Kashmir


সোমবার সকালে শোপিয়ানে এনকাউন্টারে খতম হয় হিজবুল মুজাহিদিনের তিন জঙ্গি। গোপন খবরের ভিত্তিতে ওয়াচ্চি এলাকায় তল্লাশির সময়, সংঘর্ষ বেধে যায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালালে, পালটা গুলি চালায় বাহিনী। এনকাউন্টারে নিহত হয় হিজবুল মুজাহিদিনের তিন সন্ত্রাসবাদী।

দিল্লি ভোটের আগে বিষাদের সুর BJP-তে, সঙ্গ ছাড়ল SAD-JJP!

নিহতদের মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে। স্পেশাল পুলিশ অফিসারের কথায়, এনকাউন্টারের নিহত সন্ত্রাসীদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। আদিল আহমদ। ২০১৮ সালে পুলিশের চাকরি ছেড়ে হিজবুলে গিয়ে নাম লেখায়।

ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে তরুণীকে কোপাল প্রেমে ব্যর্থ যুবক!

গত বছর এই পুলওয়ামাতেই সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় ৪৮ জওয়ান শহিদ হন। তার পরেই পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল