অ্যাপশহর

অনন্তনাগে সিআরপিএফের উপর হামলার দায় নিল আইএস

কাশ্মীরের অনন্তনাগে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, আরপিএফের উপর হামলা যে তারাই চালিয়েছে, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তা স্বীকার করল ইসলামিক স্টেট। গ্রেনেড হামলায় এক জওয়ান শহিদ হয়েছেন।

EiSamay.Com 8 Apr 2020, 2:03 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সিআরপিএফের জওয়ানদের উপর হামলার দায় নিল ইসলামিক স্টেট (IS)। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলায় ওই হামলায় গ্রেনেডের আঘাতের এক জওয়ান শহিদ হয়েছেন। জখম হয়েছেন আরও এক জওয়ান।
EiSamay.Com CRPF


সিআরপিএফ সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা নাগাদ অনন্তনাগের বিজবেহারা এলাকায় গ্রেনেড হামলা চালানো হয়। সেসময় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ওই দলটি সেখানে টহল দিচ্ছিল। গ্রেনেডের সপ্লিন্টারে গুরুতর জখম হন হেড কনস্টেবল শিবলাল নীতম-সহ ২ জন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, হেড কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত আর এক জওয়ান চিকিত্সাধীন রয়েছেন।

হামলা চালানোর এক ঘণ্টার মধ্যেই আমাক নিউজ চ্যানেল মারফত হামলার দায় স্বীকার করে আইসিস। চ্যানেলে বিবৃতি দিয়ে ইসলামিক স্টেটের তরফে বলা হয়, বিজেবেহারায় ভারতীয় পুলিশই তাদের টার্গেট ছিল। কাশ্মীর পুলিশের একটি সূত্র জানাচ্ছে, প্রথমে গ্রেনেডটি ফাটেনি। তার পরেই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। তাতেই শহিদ হন সিআরপিএফের হেড কনস্টেবল।

গত রবিবারই জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে তীব্র বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে ৫ সন্ত্রাসবাদীর। শহিদ হন ৫ জওয়ানও। রবিবার গভীর রাতেও তীব্র এনকাউন্টার হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল