অ্যাপশহর

BJP-কংগ্রেস নয়, ভোটে এবার আল্লাহ বনাম রাম: BJP বিধায়ক

আল্লাহ ও রামের মধ্যে ভোট। কোনও রাখঢাক না-করে হিন্দু ভোট টানতে এভাবেই ধর্মকে নির্বাচনের আসরে টেনে আনলেন এক বিজেপি বিধায়ক।

EiSamay.Com 24 Jan 2018, 10:08 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আল্লাহ ও রামের মধ্যে ভোট। কোনও রাখঢাক না-করে হিন্দু ভোট টানতে এভাবেই ধর্মকে নির্বাচনের আসরে টেনে আনলেন এক বিজেপি বিধায়ক। ​ এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
EiSamay.Com karnataka mla bantwal polls will be between allah and rama
BJP-কংগ্রেস নয়, ভোটে এবার আল্লাহ বনাম রাম: BJP বিধায়ক


সোমবার ম্যাঙ্গালুরুর বান্টওয়ালে বিজেপির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কারকালার বিধায়ক সুনীল কুমার বলেন, বান্টওালের নির্বাচন জেলার মন্ত্রী বি রমানাথ রাই ও বিজেপি প্রার্থী রাজেশ নায়েকের মধ্যে নয়। এই নির্বাচন হচ্ছে আল্লাহ ও শ্রীরামের মধ্যে। এ বার হিন্দুরা বিচার করুন, আল্লাহ নাকি শ্রীরামের বন্ধুর জেতা উচিত। তিনি খোলাখুলি বলেছেন, '৬ বার বান্টওয়াল থেকে জেলা বিধায়ক বলেছেন তিনি আল্লাহর আশীর্বাদে নির্বাচনে জিতেছেন। এখান থেকে কার জেতা উচিত, সেটা মানুষ বিচার করবে। আপনারা কি আবার আল্লাহকে জেতাবেন? নাকি এমন একজনকে বেছে নেবেন, যিনি রামকে ভালোবাসেন? এখানে লড়াইটা বিজেপি ও কংগ্রেসের মধ্যে নয়।'

সুনীলের এই মন্তব্যের সমালোচনা করে রমানাথ রাই বলেছেন, এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবে কংগ্রেস। রাই বলেছেন, 'নির্বাচনে উন্নয়নের বিষয়ে উঠে আসা উচিত। আমি কেন্দ্রের জন্য কাজ করেছি কি না, সেটা নিয়ে আলোচনা করা উচিত। এমন মন্তব্য করা উচিত নয়। আমরা মহাত্মা গান্ধীর কথায় বিশ্বাস করি - ঈশ্বর আল্লাহ তেরে নাম...আমাদের সংবিধানেই বলা আছে, কোনওরকম ধর্মীয় বিষয় যেন নির্বাচনে হস্তক্ষেপ না-করে।'

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল