অ্যাপশহর

উরস উত্‍‌সবে বিপত্তি! খাবারে বিষক্রিয়ায় কর্নাটকে অসুস্থ ৫০০

কর্নাটকের মালাবায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৫০০ জন। উরস উপলক্ষে এই খাবার বিতরণ করা হয়েছিল। সেই খাবার মুখে দেওয়ার পরেই অসুস্থ বোধ করতে থাকে লোকজন। বমির সঙ্গে পেটের গন্ডগোল শুরু হয়ে যায়। ভোররাতের খবর, হাসপাতালে রোগী এসেই চলেছেন।

EiSamay.Com 15 Mar 2020, 5:37 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কর্নাটকে উরস উত্‍‌সবের তাল কাটল কয়েক'শো মানুষের অসুস্থতায়। ৫০০ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। উত্‍‌সবের খাবার থেকেই বিষক্রিয়া বলে জানা গিয়েছে। অসুস্থদের মধ্যে ১৫০ শিশুও রয়েছে।
EiSamay.Com sadhya-miniature1530393466


সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার কর্নাটকের মালাবা তালুকে উরস উত্‍‌সব উপলক্ষে খাবার বিতরণ করা হয়। সেই খাবার খেয়ে ৫০০ জন অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে। সেখানে ডাক্তার কম থাকায়, পরিস্থিতি মোকাবিলায় বেসকারি হাসপাতাল থেকে ডাক্তার এনে চিকিত্‍‌সার বন্দোবস্ত করা হয়।

করোনায় ₹৪ লক্ষ ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাহার কেন্দ্রের

হাসপাতালে সব রোগীর জায়গা সঙ্কুলান না-হওয়ায়, ডাক্তারদের হস্টেলেই চিকিত্‍‌‌সার ব্যবস্থা করা হয়। ভোররাতের খবর, এখনও রোগী এসে চলেছেন।

সরকারি সূত্রে খবর, মালাবির যমনুর উরসে খাবার থেকেই বিপত্তি ঘটে। সেখানে খাবার খেয়ে কয়েক জন অসুস্থ বোধ করতে থাকেন। বমির সঙ্গে ডায়েরিয়ার লক্ষণও দেখা যায়।

করোনা বিধ্বস্ত ইতালি থেকে রবিবার সকালেই দিল্লি ফিরছেন ২৩০ পড়ুয়া

কী করে খাবারে বিষক্রিয়া ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষক্রিয়ার কারণ জানতে উরসের খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল