অ্যাপশহর

জেলে ঢুকেই বুকে ব্যথা কারনানের

সুপ্রিম নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কারনানকে বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে পাঠানো হল।

EiSamay.Com 21 Jun 2017, 9:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুপ্রিম নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কারনানকে বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে পাঠানো হল। পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, সিআইডি-র একটি দল এয়ার ইন্ডির বিশেষ ফ্লাইটে এদিনই চেন্নাই থেকে কারনানকে শহরে নিয়ে আসে। এরপর পাঠিয়ে দেওয়া হয় প্রেসিডেন্সিতে।
EiSamay.Com karnan sent to jail complains of chest pain
জেলে ঢুকেই বুকে ব্যথা কারনানের


কারনানের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

সাদা পোশাকে থাকা পুলিশে পরিবৃত হয়ে কলকাতা বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন বিচারপতি। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও ট্রাউজার। কারনানের জন্য আগে থাকতেই বিমানবন্দর চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। কলকাতা পুলিশের কয়েক জন ঊর্ধ্বতন কর্তার সঙ্গে খোদ পুলিশ কমিশনার রাজীব কুমারও উপস্থিত ছিলেন। বিমানবন্দরে সংবাদিকদের সঙ্গে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি।

কারনানের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

পরে সিআইডি-র এক অফিসার জানিয়েছেন, বিমানবন্দরেই কারনানের মেডিক্যাল পরীক্ষা করিয়ে, সোজা প্রেসিডেন্স সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে।

প্রেসিডেন্সি জেলের এক আধিকারিক সন্ধ্যায় জানান, ৬২ বছর বয়সি কারনান বুকে ব্যথা হওয়ার কথা জানালে, জেলা হাসপাতালের ডাক্তাররা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। ওই আধিকারিকের কথায়, 'ওনার বয়স হয়েছে। আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। ইসিজি করানো হয়েছে। রিপোর্টে তেমন কিছু পেলে, সরকারি হাসপাতালে ভর্তি করা হতে পারে।'

কারনানের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

গত ৯ মে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের এই বিচারপতিকে ৬ মাসের কারাদণ্ড দেয়। তার পর থেকেই গ্রেপ্তারি এড়াতে আত্মগোপন করেছিলেন কারনান। মঙ্গলবার রাতে রাজ্য গোয়ান্দা পুলিশের একটি টিম কোয়েমবাত্তুর থেকে ৬ কিলোমিটার দূরে, মালুমিচামপত্তির একটি রিসর্ট থেকে গ্রেপ্তার করে কারনানকে। তারপরই কলকাতায় আনার তোড়জোড় শুরু হয়।

কড়া নিরাপত্তায় গতকাল মধ্যরাতেই বেসরকারি এয়ারলাইনের বিমানে কোয়েমবাত্তুর থেকে চেন্নাইয়ে উড়িয়ে আনা হয়। সেখান থেকে বুধবার কলকাতায়।

কারনানের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

সিআইডি সূত্রে খবর, মোবাইল কলের সূত্র ধরেই কোয়েমবাত্তুরে হদিশ মেলে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির। এরপর তামিলনাড়ু পুলিশের সাহায্য নিয়ে রাজ্য গোয়েন্দা পুলিশের তিন সদস্যের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ১২ জুনই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে কারনান অবসর নিয়েছেন।

পরের খবর