অ্যাপশহর

নবরাত্রির কুমারীপুজোয় পুড়ে মৃত্যু সাতের কন্যার!

চারপাশ থেকে ঘিরে ধরা সেই আগুনের গ্রাস থেকে বাঁচানো যায়নি সাতের নিষ্পাপ শিশুকন্যাকে। উদ্ধারের পথ ছিল না। বেরোনোর উপায় ছিল না। অতিকষ্টে যখন তাকে উদ্ধার করা সম্ভব হয়, তখন শরীরের অনেকটাই আগুনে ঝলসে গিয়েছে।

EiSamay.Com 8 Oct 2019, 11:26 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নবরাত্রির অঙ্গ হিসেবেই সোমবার, মহানবমীর সকালে ছিল কুমারী পুজো। আর কয়েক জন কুমারীর সঙ্গে তাকেও দেবীজ্ঞানে পুজো করতে বসানো হয়েছিল। কুমারীপুজোর সেই আচারের মধ্যেই ঘটে যায় অঘটন। হঠাত্‍‌ই দাউদাউ শিখায় আগুন ধরে যায়। চারপাশ থেকে ঘিরে ধরা সেই আগুনের গ্রাস থেকে বাঁচানো যায়নি সাতের নিষ্পাপ শিশুকন্যাকে। উদ্ধারের পথ ছিল না। বেরোনোর উপায় ছিল না। অতিকষ্টে যখন তাকে উদ্ধার করা সম্ভব হয়, তখন শরীরের অনেকটাই আগুনে ঝলসে গিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা সাতের সেই মেয়েকে মৃত বলে ঘোষণা করে। যার নাম পূজা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের অখ্যাত পূরা নিসপানসারি গ্রামে। পুলিশ সূত্রে খবর, একটি দোকানঘরের মধ্যে এই কুমারীপুজোর আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে যায় বিপত্তি। আরও কয়েকটি শিশুকন্যা ওই আগুনে জখম হয়েছে।
EiSamay.Com Fire


প্রতিবেশীরা জানান, শিশুকন্যাদের আর্তচিত্‍কার শুনে সেখানে ছুটে যাই। দেখি লেলিহান শিখায় আগুন জ্বলছে। তার মধ্যেই প্রাণভয়ে চিত্‍‌কার করছে একরত্তি বাচ্চাগুলি। কুমারীরূপে যাদের বসিয়ে নবরাত্রির পুজো চলছিল। পুলিশকে তাঁরা জানিয়েছেন, আট শিশুকন্যাকে উদ্ধার করতে সক্ষম হলেও, পূজাকে তাঁরা রক্ষা করতে পারেননি।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, যে দোকানটিতে কুমারীপুজোর আয়োজন হয়েছিল, সেখানে প্রচুর পরিমাণ তেল মজুদ ছিল। তা থেকেই দুর্ঘটনা ঘটে যায়। দোকান মালিকই এই পুজোর আয়োজন করেছিলেন। উন্নাওয়ের পুলিশসুপার এমপি ভর্মা জানান, এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে, জ্বালানি তেলে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। দোকান মালিকের গাফিলতি থাকলে, আইনি পদক্ষেপ করার কথা জানানো হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল