অ্যাপশহর

জঙ্গল থেকে উদ্ধার সত্যার্থীর নোবেল মানপত্র

দিল্লির সঙ্গম বিহার এলাকার জঙ্গল ঘেঁটে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর চুরি যাওয়া নোবেল মানপত্র খুঁজে পেল পুলিশ।

EiSamay.Com 12 Mar 2017, 1:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শেষে জঙ্গল থেকে উদ্ধার হল নোবেল জয়ের মানপত্র। শনিবার দিল্লির সঙ্গম বিহার এলাকার জঙ্গল ঘেঁটে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর চুরি যাওয়া নোবেল মানপত্র খুঁজে পেল পুলিশ।
EiSamay.Com kailash satyarthis nobel citation recovered from jungles police
জঙ্গল থেকে উদ্ধার সত্যার্থীর নোবেল মানপত্র


দিল্লির পুলিশের ভূমিকায় উচ্ছ্বসিত সত্যার্থী বিবৃতি মারফত জানিয়েছেন, 'নোবেল পুরস্কারের প্রতিলিপি এবং আসল মানপত্রটি সন্ধানের পিছনে দিল্লি পুলিশের নিরলস প্রচেষ্টার প্রতি আমি কৃতজ্ঞ। এই পুরস্কার ভারতের প্রতিটি নাগরিক ও শিশুর সম্পত্তি। নিজে পুলিশকর্মীর সন্তান হওয়ার সুবাদে জানি, এর পিছনে কতটা দায়িত্ববোধ ও দৃঢ় সংকল্প কাজ করেছে।'

প্রসঙ্গত, ২০১৫ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন কৈলাস সত্যার্থী। তাঁর সঙ্গে এই পুরস্কার জেতেন পাকিস্তানে শিশু অধিকার কর্মী মালালা ইউসুফজাই। ২০১৬ সালের ৬ ও ৭ তারিখের মধ্যবর্তী রাতে কালকাজি এলাকায় সত্যার্থীর ফাঁকা বাড়ি থেকে নোবেল পুরস্কারের প্রতিলিপি এবং আসল মানপত্রটি চুরি যায়। এর আগে প্রতিলিপিটি উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি মানপত্রের।

এদিন দিল্লি পুলিশের দক্ষিণ-পীর্ব শাখার কমিশনার রোমিল বানিয়া জানান, 'শনিবার সন্ধ্যায় সঙ্গম বিহারের জি ব্লকের উল্টোদিকে জিজিএ রিজল্যান্ডের ঘন জঙ্গল থেকে একটি ফেলে যাওয়া ব্যাগ মিলেছে। তার ভিতরে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর মানপত্রটি ছিল। মনে করা হচ্ছে, অপ্রয়োজনীয় ভেবে চোর ব্যাগটি ফেলে গিয়েছিল।'

# The Nobel citation of child rights activist Kailash Satyarthi has been recovered from the jungles in Sangam Vihar.
# Mr. Satyarthi has thanked the Delhi Police for their "efforts" to recover the citation.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল