অ্যাপশহর

‘বাবার জন্যে আমি গর্বিত’, মুক্তকন্ঠে জানালেন জ্যোতিরাদিত্য-পুত্র

মঙ্গলবার হোলির দিনেই কংগ্রেসে বড় ধাক্কা। রাজনৈতিক মহলে চরম শোরগোল তুলে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একসময়ের বিশ্বস্ত সৈনিক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অতঃপর...

EiSamay.Com 11 Mar 2020, 9:55 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য ভেঙে কংগ্রেস ত্যাগ করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যদিও দলের দাবি, দল বিরোধী কাজের জন্যে তাঁকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। এই তরজা যখন চরমে, তখনই বিতর্ক আরও খানিক উসকে দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানারায়মান।
EiSamay.Com Jyotiraditya Scindias son Mahanaryaman says he is proud of his father’s decision
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া


মঙ্গলবারই মহানারায়মান ট্যুইট করে বাবার এই কাজের প্রতি তাঁর সমর্থন জানান। ট্যুইটে তিনি লেখেন, ‘আমার বাবাকে নিয়ে আমি খুবই গর্বিত। বাবা যে পদক্ষেপ করেছেন এটা মোটেই সহজ কাজ ছিল না। দীর্ঘদিনের এই ঐতিহ্য থেকে ইস্তফা দেওয়ার জন্যে অনেক সাহস লাগে।’


এখানেই শেষ নয়। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার নাতি আরও লেখেন, ‘আমি যদি বলি আমার পরিবার কখনওই ক্ষমতা লোভী ছিল না, তা প্রমাণ করবে ফেলে আসা ইতিহাস। ঠিক যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলাম... আমাদের পরিবার ভারত তথা মধ্যপ্রদেশে উল্লেখযোগ্য পরিবর্তন আনার, দেশ এবং রাজ্যকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার সব চেষ্টা করবে।’

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল