অ্যাপশহর

সুপ্রিম কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হবেন দীপক মিশ্র

৬৩ বছরের বিচারপতি মিশ্র ওড়িশা থেকে দেশের তৃতীয় প্রধান বিচারপতি হবেন।

Ei Samay 8 Aug 2017, 7:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি দীপক মিশ্র। কেন্দ্রীয় সরকারের তরফে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
EiSamay.Com justice dipak mishra to be next chief justice of india
সুপ্রিম কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হবেন দীপক মিশ্র


২৭ অগাস্ট অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি জে এস খেহর। তাঁর পরই শীর্ষ আদালতের সবচেয়ে সিনিয়র বিচারপতি হলেন বিচারপতি মিশ্র। তিনি ২০১৮-র অক্টোবরে অবসর নেবেন।
#JusticeDipakMisra to be the next #ChiefJustice of India, says Law Ministry — Press Trust of India (@PTI_News) August 8, 2017 ৬৩ বছরের বিচারপতি মিশ্র ওড়িশা থেকে দেশের তৃতীয় প্রধান বিচারপতি হবেন। সুপ্রিম কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল