অ্যাপশহর

জ্যোতিরাদিত্যর মতোই সচিন পাইলটের সঙ্গেও দেখা করেননি গান্ধী পরিবারের কেউ!

ফের ছন্দপতন কংগ্রেস শিবিরে। মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য ধাক্কার পর এবার রাজস্থানের সরকারও হাতছাড়া হওয়ার অবস্থায় কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের দল ছাড়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে টানাপোড়েন।

EiSamay.Com 13 Jul 2020, 11:28 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে করোনার সংকট আছড়ে পড়ার আগেই বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছিল জাতীয় কংগ্রেসকে, যখন বিশ্বস্ত নেতা ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল থেকে পদত্যাগ করেন। সেই সময়ে ত্রিপুরা কংগ্রেসের প্রাক্তন প্রধান তথা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সম্পর্কীয় ভাই প্রদ্যুত মাণিক্য দেববর্মা দাবি করেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্যে কয়েক মাস ধরে চেষ্টা করেও সফল হননি কংগ্রেসের প্রাক্তন নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁকে কোনও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। প্রদ্যুত মাণিক্য দেববর্মা অভিযোগের সুরে বলেছিলেন, ‘যদি রাহুল গান্ধীর আমাদের কথা শোনার সময় বা ইচ্ছে নাই থাকে, তাহলে আমাদের দলে নেওয়া কীসের জন্যে!’এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল কংগ্রেস নেতা সচিন পাইলটের ক্ষেত্রেও।
EiSamay.Com just like jyotiraditya scindia incident, rahul and sonia gandhi didn’t meet sachin pilot too
গান্ধী পরিবারের দেখা পাননি সচিন পাইলট


মৌণতা ভেঙে রবিবার রাতে দিল্লির মাটিতে দাঁড়িয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলন। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্যে কংগ্রেসের ৩০ জন বিধায়ক তাঁর সঙ্গে আছেন। যে কারণে গেহলোটের নেতৃত্বাধীন রাজস্থান সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

আরও পড়ুন: বিজেপিতে যাচ্ছেন না সচিন, দাবি সহযোগীর! তবে যাবেন না গেহলটের বৈঠকেও
'৩০ বিধায়ক আমার সঙ্গে আছে', দাবি বিদ্রোহী পাইলটের! রাজস্থানের মরুঝড়ে দিশাহারা কংগ্রেস

এমন পদক্ষেপ করার আগে সচিন পাইলট (Sachin Pilot) নাকি রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর কথা শোনার মতো সময় হয়নি রাগার। অ্যাপয়েন্টমেন্ট পাননি কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধীরও (Sonia Gandhi)। জানা গিয়েছে ৯ দিন আগেই নিজের শর্ত গান্ধী পরিবারের সামনে রেখেছিলেন সচিন পাইলট। সেই সময়ে নিজেরা কথা না বলে, এক বিশ্বস্ত দলীয় কর্মীর মাধ্যমে নিজেদের শর্তগুলি সচিন পাইলটকে জানিয়েছিলেন। তবে সূত্রের খবর, তাঁদের কোনও প্রস্তাবেই সচিন পাইলট রাজি হননি এবং মুখ্যমন্ত্রীর পদের দাবিতেই অনড় থেকেছেন।

শোনা যাচ্ছে, ২০১৮ সালে রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় আসার পর উপমুখ্যমন্ত্রীর আসন গ্রহণ করার সিদ্ধান্ত একেবারেই কোনও কাজে আসেনি সচিন পাইলটের। তাঁর অধীনে রাজ্যের পাঁচটি মন্ত্রকের দায়িত্ব থাকলেও, উপযুক্ত গুরুত্ব পাচ্ছিলেন না মন্ত্রিসভায়। ফলে ক্রমে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব ও তিক্ততা।

জানা গিয়েছে মার্চ মাসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) মধ্যপ্রদেশের ২২ জন বিধায়ক নিয়ে যখন দল ছাড়েন এবং পরবর্তী সময়ে বিজেপি-তে যোগ দেন, তখনই গেরুয়া শিবিরের সঙ্গে কথাবার্তা চলছিল সচিন পাইলটেরও।

তবে বিজেপিতে এখনই যোগ দিচ্ছেন না রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। কংগ্রেসের তরুণ এই নেতার ঘনিষ্ঠ এক সহযোগী এই খবর নিশ্চিত করেছেন। তবে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দলের বিধায়কদের নিয়ে যে বৈঠক ডেকেছেন, সেখানে যোগ না-দেওয়ার ব্যাপারে তিনি অনড় রয়েছেন।

পরের খবর