অ্যাপশহর

কাশ্মীরে ফের জঙ্গি হামলা, শহিদ পুলিশ কনস্টেবল

বিগত কয়েক মাসে কাশ্মীরে জঙ্গি তত্‍‌পরতা ফের বেড়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, জঙ্গি কার্যকলাপ আরও বাড়বে। পাক অধিকৃত কাশ্মীর থেকে ঢুকে পড়ছে জঙ্গিরা। শনিবার জঙ্গিদের গুলিতে হেড পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

EiSamay.Com 17 May 2020, 6:13 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে কাশ্মীরের কুলগমে শনিবার ফের হামলা চালাল জঙ্গিরা। হামলায় কাশ্মীর পুলিশের এক হেড কনস্টেবল শহিদ হয়েছেন। নিহত হেড কনস্টেবলের নাম মহম্মদ আমিন।
EiSamay.Com images-3.
জঙ্গি নিশানায় বাহিনী।-- ফাইল ছবি


পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের কুলগমের মেন চকে টহল দিচ্ছিল সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী। সেসময় অতর্কিতে হামলা হয়। বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুড়লে, হেড কনস্টেবলের গায়ে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীই এখন টার্গেট জঙ্গিদের। রিয়াজ নাইকু নিহত হওয়ার পর, সইফুল্লা মির ওরফে গাজি হায়দারের হাতে হিজবুল মুজাহিদিনের দায়িত্ব তুলে দেওয়া হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর লাগাতার হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গাজিকে।

এনকাউন্টারে রিয়াজ নাইকু নিহত হওয়ার আগে থেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে কাশ্মীরে মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে জঙ্গিরা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, পাক অধিকৃত কাশ্মীরে দেড়'শোর উপর জঙ্গি অধীর অপেক্ষায় রয়েছে। সুযোগ পেলেই কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে। সম্প্রতি অনুপ্রবেশকারী একাধিক জঙ্গিকে খতমও করেছে বাহনী। উলটো দিকে, সেনা অফিসার-সহ একাধিক জওয়ান জঙ্গি-গুলিতে শহিদ হয়েছেন।

পরের খবর