অ্যাপশহর

৭ পাক সন্ত্রাসবাদীকে তিহারে সরাতে 'সুপ্রিম' দ্বারস্থ কাশ্মীর

​​ শীর্ষ আদালত যাতে প্রয়োজনীয় অনুমতি দেয়, সেই মর্মে আর্জি জানিয়েছে কাশ্মীর প্রশাসন। তিহার না হলে, হরিয়ানা বা পঞ্জাবের হাই সিকিওরিটি জেলে তাদের পাঠানোর অনুমতি চাওয়া হয়। সরকারি কৌঁসুলী শোয়েব আলম এই আর্জি পেশ করেন।

EiSamay.Com 23 Feb 2019, 12:38 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতিতে ৭ পাকিস্তানি সন্ত্রাসবাদীকে আর জম্মু জেলে রাখার ঝুঁকি নিতে পারছে না কাশ্মীর সরকার। ওই সন্ত্রাসবাদীদের তিহার জেলে চালান করতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হল রাজ্য সরকার।
EiSamay.Com tihad_jail f


সোপোরে এনকাউন্টারে খতম আরও ২ সন্ত্রাসবাদী

শীর্ষ আদালত যাতে প্রয়োজনীয় অনুমতি দেয়, সেই মর্মে আর্জি জানিয়েছে কাশ্মীর প্রশাসন। তিহার না হলে, হরিয়ানা বা পঞ্জাবের হাই সিকিওরিটি জেলে তাদের পাঠানোর অনুমতি চাওয়া হয়। সরকারি কৌঁসুলী শোয়েব আলম এই আর্জি পেশ করেন।

সোপোরে এনকাউন্টারে খতম আরও ২ সন্ত্রাসবাদী

সুপ্রিম কোর্ট এ বিষয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের মত জানতে চেয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল